অটোকার

1 লাখের মধ্যে বাজারে এল Ferrato Defy 22 ইলেকট্রিক স্কুটার, চলবে সমস্ত আবহাওয়াতে

Published on:

opg mobility ferrato defy launch bharat mobility global expo 2025 price 99999

OPG Mobility (পূর্বনাম Okaya EV) চলতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে Ferrato DEFY 22 নামে এক অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। মডেলটির অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এটি কিনতে খরচ হবে ৯৯,৯৯৯ টাকা (এক্স- শোরুম)। শ্যাম্পেন ক্রিম, ব্ল্যাক ফায়ার, কোস্টাল আইভরি, ইউনিটি হোয়াইট, রেজিলিয়েন্স ব্ল্যাক, ডোভ গ্রে এবং ম্যাট গ্রিন নামে সাতটি ডুয়াল-টোন কালার অপশন অফার করছে কোম্পানি।

Ferrato DEFY 22 ই-স্কুটারের স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন Ferrato DEFY 22 ই-স্কুটারটি প্রচুর ফিচার্সের সাথে এসেছে। এটি কম্বি ডিস্ক ব্রেক সিস্টেমে সজ্জিত। মডেলটি ফুল চার্জে ৮০ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) পর্যন্ত ছুটতে পারে। এবং প্রতি ঘন্টায় টপ স্পিড ৭০ কিলোমিটার। কোম্পানি এতে টেকসই আইপি৬৭ রেটেড এলএফপি ব্যাটারি ও ওয়েদারপ্রুফ আইপি৬৫ রেটেড চার্জার দিয়েছে, যা যে কোনো অবস্থায় সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিত করে।

WhatsApp Community Join Now

এই ইলেকট্রিক স্কুটারে ১.২ কিলোওয়াটের মোটর ও ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফলে পাওয়ার নিয়ে বেশি ভাবতে হবে না। Ferrato DEFY 22-এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে মিউজিক ফিচার সহ একটি ৭ ইঞ্চি টাচ ডিসপ্লে, ১২ ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল ফুটবোর্ড লেভেল উল্লেখযোগ্য।

ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে লঞ্চের সময়, ওপিজি মোবিলিটির ম্যানেজিং ডিরেক্টর আনশুল গুপ্তা বলেছেন, “নতুন ‘DEFY 22’ মডেলটি হল অসাধারণ শৈলী, অতুলনীয় ক্ষমতা এবং শীর্ষ-স্তরের পারফরম্যান্সের নিখুঁত মিশ্রণ। এটি ভারতে টু-হুইলার ইলেকট্রিক মোবিলিটির জগতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলছে বলে আমি নিশ্চিত।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন