অটোকার

মাইলেজ, ফিচার কিছুরই অভাব নেই, তাও ৮০% কমল এই মোটরসাইকেলের বিক্রি

Published on:

popular-honda-motorcycle-registers-80-pc-sales-decline-in-february

দুপুর বেলায় হঠাৎই কেঁপে উঠল গোটা দেশ। ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মায়নামার। রিখটার স্কেলে মাত্রা ৭.৭, যা অনেক বেশি বলেই মনে করা হয়। একটা নয়, দু’দুটি ভূমিকম্প হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৪ ছাড়িয়েছে। এমতাবস্তায়, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের মতো পরিস্থিতির ক্ষেত্রে সজাগ থাকতে ফোনের এই সেটিংস আজই বদলে নিন। মুহূর্তে পাবেন এলার্ট। সতর্ক করতে পারবেন নিজেকে ও পরিবারকে।

গুগল ভূমিকম্প ডিটেক্টর ফিচার

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে ভূমিকম্প ডিটেক্টর সেন্সর সংযুক্ত করেছে গুগল। যা ভূমিকম্পের আগাম সতর্কতা প্রদান করে। অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার অংশ হিসেবে এই বৈশিষ্ট্যটি ভারত-সহ একাধিক দেশে উপলব্ধ। একবার অন করে দিলে, ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে রিয়েল-টাইম ভূমিকম্প সতর্কতা পাবেন, যা তাদের দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। তবে, এই বৈশিষ্ট্যটি কম-তীব্রতার কম্পনের বিষয়ে সতর্ক করে না।

কীভাবে চালু করবেন ভূমিকম্প ডিটেক্টর ফিচার

আগে নিশ্চিত করুন আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপগ্রেড করুন। ইতিমধ্যে গুগল পিক্সেল, স্যামসাং এবং ওয়ানপ্লাসের ফোনে এই আপডেট চলে এসেছে।

এবার ফোনের সেটিংসে গিয়ে Safety and Emergency বাটনে ক্লিক করুন। সেখানে Earthquake Alert অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর Toggle অন করে চালু করে দিতে হবে।

কীভাবে কাজ করে এই ফিচার

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে একটি অ্যাক্সিলোমিটার সেন্সর থাকে, যা ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্র হিসেবে কাজ করে। যখন সেটি কোনও ভূমিকম্পের কম্পন শনাক্ত করে, তখন এটি ব্যবহারকারীকে তাৎক্ষণিক সতর্কতা পাঠায়। পাশাপাশি ভূমিকম্পের তীব্রতা এবং অবস্থান প্রদর্শন করে।