2025 সালে ইউরোপের বর্ষসেরা গাড়ি হিসেবে মনোনীত হয়েছে Renault 5 EV, যা কিছু দেশের বাজারে আলপাইন A290 নামে পরিচিত। ব্রাসেলস মোটর শো দ্বারা প্রকাশিত এই খেতাব পেয়েছে গাড়িটি। এই ইভি 6টি গাড়িকে হারিয়ে মোট 353 পয়েন্ট অর্জন করেছে। রেনোর সিইও ফ্যাব্রিস ক্যাম্বোলাইভ পুরস্কার গ্রহণ করেছেন। তিনি জানান, যে এই অর্জনে তিনি অত্যন্ত গর্বিত। পাশাপাশি ইভি বাজারে তাদের বিজয়ী মডেলের রূপান্তরমূলক সম্ভাবনার প্রশংসা করেছেন।
এই গাড়ি প্রতিযোগিতায় বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। মোট পয়েন্ট 353। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কিয়া ইভি3, যা 291 পয়েন্ট অর্জন করেছে। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিল সিট্রোয়েন C3/eC3 (215 পয়েন্ট নিয়ে), ডাসিয়া ডাস্টার 172 পয়েন্ট, হুন্ডাই ইনস্টার 168 পয়েন্ট, কুপ্রা টেরামার 165 পয়েন্ট এবং আলফা রোমিও জুনিয়র 136 পয়েন্ট।
বিচারকরা গাড়ির নকশা এবং পারফরম্যান্সের প্রশংসা করেছেন। গাড়িটি তার আধুনিক চেহারার জন্য বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। এছাড়াও, দুর্দান্ত সাসপেনশন এবং অত্যাধুনিক ইন্টারফেস, আর্গোনমিক্সের জন্য গাড়িটিকে সেরার সেরা নির্বাচন করা হয়েছে। শুধু তাই নয়, দামের দিক দিয়েও গাড়িটিকে ভ্যালু ফর মানি বলা হয়েছে।
জুরি বোর্ডে ছিলেন ইউরোপের শীর্ষস্থানীয় অটো সাংবাদিকরা।‘কার অফ দ্য ইয়ার’ পুরস্কার ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে বিবেচনা করা হয়। যেখানে 23টি দেশের 60 জন শীর্ষ অটো সাংবাদিকের জুরি বোর্ড রয়েছেন। গত এক বছরে ইউরোপে চালু হওয়া সমস্ত নতুন গাড়ি এই ক্ষেত্রে বিবেচনার যোগ্য। জুরি বোর্ড প্রতিটি গাড়ির নকশা, আরাম, নিরাপত্তা, পরিচালনা, কর্মক্ষমতা, কার্যকারিতা, পরিবেশগত প্রভাব, চালকের সন্তুষ্টি এবং দামের ভিত্তিতে মূল্যায়ন করেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.