রেনোর গাড়িতে দারুন ছাড় পাওয়া যাচ্ছে জানুয়ারিতে। বছরের প্রথম মাসে ফাটাফাটি ঘোষণা করেছে কোম্পানিটি। একটা নয়, তিনটে মডেলে থাকছে অফার। Renault Kiger, Kwid এবং Triber, এই তিন গাড়িতে ৭৩,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। তিন গাড়ির ২০২৪ ও ২০২৫ সালে যে মডেলগুলি উৎপাদন করা হয়েছে তার উপর এই অফার রয়েছে। যা থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে ভ্যারিয়েন্ট অনুযায়ী ছাড়ের পরিমাণ আলাদা হতে পারে।
Renault Kwid
এই গাড়ির যে মডেল ২০২৪ সালে উৎপাদন করা হয়েছে তার উপর ৬৩,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। ২০২৫ সালে উৎপাদিত মডেলগুলিতে ৩৩,০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় রয়েছে। সঙ্গে ১৫০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, ১০,০০০ টাকা পর্যন্ত লয়ালটি বোনাস এবং ৮,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট বোনাস পাওয়া যাবে। তবে ২০২৫ মডেলগুলিতে এক্সচেঞ্জ বোনাস রয়েছে ১৫০০০ টাকা।
Renault Kiger
২০২৪ সালে গাড়ির যে মডেলগুলি উৎপাদন করা হয়েছে তার উপর নগদ ছাড় ৪০,০০০ টাকা। এক্সচেঞ্জ বোনাস ১৫,০০০ টাকা, ১০,০০০ টাকা লয়ালটি বোনাস এবং ৮,০০০ টাকা কর্পোরেট বোনাস। সব মিলিয়ে ৭৩,০০০ টাকার সুবিধা রয়েছে। গাড়ির ২০২৫ মডেলগুলিতে মোট ছাড় রয়েছে ৪৩,০০০ টাকা। এর মধ্যে ১০,০০০ টাকা নগদ ছাড়, ১৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ১০,০০০ টাকা লয়ালটি বোনাস। সঙ্গে ৮,০০০ টাকা রয়েছে কর্পোরেট বোনাস।
Renault Triber
গাড়ির ২০২৪ মডেলে রয়েছে ৬৩,০০০ টাকা ছাড়। যার মধ্যে অন্তর্ভুক্ত ৩০,০০০ টাকা নগদ ছাড়, ১৫০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, ১০,০০০ টাকা লয়ালটি বোনাস এবং ৮,০০০ টাকা কর্পোরেট বোনাস। গাড়ির ২০২৫ মডেলে ছাড়ের পরিমাণ ৪৩,০০০ টাকা।
মনে রাখবেন, বিভিন্ন ডিলারশিপে ডিসকাউন্টের পরিমাণ আলাদা হতে পারে। তাই গাড়ি কেনার আগে সেখান থেকে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।