চলতি মাসেই বাজারে এন্ট্রি Redmi Turbo 4 Pro এর, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে 7550mAh ব্যাটারি

রেডমি তাদের নতুন ফোন টিজ করতে শুরু করেছে। এই আসন্ন ফোনের নাম Redmi Turbo 4 Pro। কোম্পানির সাধারণ ব্যবস্থাপক ওয়াং টেং থমাস উইবোতে নিশ্চিত করেছেন যে এই ডিভাইসে স্ন্যাপড্রাগন 8s জেন 4 চিপসেট থাকবে। থমাস বলেছেন এটি শক্তিশালী চিপসেট। উইবো পোস্টে একজন ব্যবহারকারীর মন্তব্যের উত্তর দিতে গিয়ে থমাস এও ইঙ্গিত দিয়েছেন যে Redmi Turbo 4 Pro এপ্রিলে লঞ্চ হতে পারে।

এই ফিচারের সাথে আসতে পারে Redmi Turbo 4 Pro

রিপোর্ট অনুযায়ী রেডমি টির্বো 4 প্রো 1.5K রেজোলিউশনের 6.83 ইঞ্চির OLED LTPS ডিসপ্লে সহ আসতে পারে। এই ফোনে স্ন্যাপড্রাগন 8s জেন 4 থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7550mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। এই ব্যাটারি 90W দ্রুত চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা দেওয়া হতে পারে।

এছাড়াও ফোনের পিছনে একটি ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। এই ফোনটি মেটাল ফ্রেমের সাথে আসতে পারে। এতে ধুলো এবং জল প্রতিরোধী IP68/69 রেটিং পাওয়া যাবে।

Poco F7 এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে

পোকো F7 সম্প্রতি ভারতীয় সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এটি রেডমি টার্বো 4 প্রোর টুইকড ভার্সন হতে পারে। এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, এই ফোনের মডেল নম্বর 25053PC47I। এখানে শেষে I এর অর্থ ভারতীয় ভার্সন হতে পারে। ফোনের মার্কেটিং নাম এখনও নিশ্চিত করা হয়নি। তবে, মনে হচ্ছে এটি পোকো F7 হতে পারে। জানা গেছে এতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকবে।

এর রিফ্রেশ রেট 120Hz হতে পারে। পারফরম্যান্সের জন্য পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8s জেন 4 চিপসেট। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হবে 7000mAh বা 7550mAh। এটি 90W দ্রুত চার্জিং সাপোর্ট করবে। পোকো F7 এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল হতে পারে। এছাড়াও এতে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও দেওয়া হতে পারে।