বিগত কয়েক বছরে দেশে সিএনজি গাড়ির বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাই এই ধরনের গাড়ির বাজার ধরতে Renault তাদের Kwid, Triber এবং Kiger মডেলের জন্য সরকার অনুমোদিত CNG কিট লঞ্চের ঘোষণা করল। এটি ডিলারশিপ থেকে রেট্রোফিট করে দেওয়া হবে। Triber ও Kiger-এর সিএনজি কিটের জন্য ৭৯,৫০০ টাকা খরচ পড়বে। অন্যদিকে, Kwid-এর ক্ষেত্রে অতিরিক্ত ৭৫,০০০ টাকা লাগবে।
রেনো কুইড, ট্রাইবার এবং কাইগারের সিএনজি রেট্রোফিটমেন্ট কিট তিন বছরের ওয়ারেন্টি সহ এসেছে। কোম্পানি জানিয়েছে যে তারা সিএনজি রেট্রোফিটমেন্ট কিটটি হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্রে পর্যায়ক্রমে বিক্রি শুরু করবে। এটি অটোমেটিক ও টার্বো ভেরিয়েন্ট ছাড়া সমস্ত ট্রিম এবং মডেলের জন্য উপলব্ধ।
সংস্থা জানিয়েছে, সিএনজি কিটগুলি পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি দক্ষতা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। রেনোর দাবি, আরও জানিয়েছে যে সিএনজি কিটটি কিট ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা সমস্ত সুরক্ষা এবং কর্মক্ষমতা মান পূরণ করে। ড্রাইভিং পারফরম্যান্সের উপর যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে যথাযথভাবে সিএনজি কিটগুলি যাচাই করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রেনো নতুন বৈশিষ্ট্য সহ ট্রাইবার এবং কিগার-এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে পাওয়ার উইন্ডো এবং রিমোট সেন্ট্রাল যোগ হয়েছে। এছাড়া, আরএক্সএল ট্রিম থেকে শুরু করে, সমস্ত ভেরিয়েন্টে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট সহ ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল উপলব্ধ হবে।
রেনো’র তিনটি মডেলই ১.০-লিটার পেট্রল ইঞ্জিন দ্বারা পরিচালিত। কুইডের ইঞ্জিনটি ৬৯ বিএইচপি এবং ৯২.৫ এনএম টর্ক তৈরি করে। অন্যদিকে, ট্রাইবারের ইঞ্জিন আউটপুট ৭১ হর্সপাওয়ার ও ৯৬ এনএম টর্ক। কাইগার মডেলটিও ট্রাইবারের মতো একই পাওয়ার উৎপন্ন করে, তবে এতে ৯৯ বিএইচপি এবং ৯২.৫ এনএম টর্ক উৎপন্নকারী টার্বোচার্জড ইঞ্জিন আছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.