বৈদ্যুতিক দু’চাকা গাড়ি তৈরির জন্য পরিচিত সংস্থা Revolt Motors লঞ্চ করল RV BlazeX ইলেকট্রিক বাইক। এই নতুন ই-বাইকের দাম রাখা হয়েছে ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)। কমিউটার কেন্দ্রিক বাইক হিসাবে মডেলটি বাজারে এনেছে সংস্থাটি, অর্থাৎ নিত্য যাতায়াতের জন্য যাতে ব্যবহার করা হয় সেই বিষয়টি খেয়াল রাখা হয়েছে। এই মোটরসাইকেলে ফুল চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে দাবি করেছে রেভোল্ট মোটরস।
ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম ১.১৫ লাখ টাকা। অন-রোড প্রাইস আর একটু বেশি হতে পারে। বাইকের বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টোকেন মূল্য ৫০০ টাকা। বাইকের ডেলিভারি শুরু হবে মার্চ থেকে। এই বাইকের সঙ্গে তিন বছরের ওয়ারেন্ট অথবা ৪৫,০০০ কিলোমিটার কভারেজ পাওয়া যাবে।
RV BlazeX-এ ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা প্রতি চার্জে ১৫০ কিলোমিটার রেঞ্জ (আইডিয়াল ড্রাইভিং রেঞ্জ) প্রদান করে। বাইকটি স্টার্লিং সিলভার ব্ল্যাক ও ইক্লিপস রেড ব্ল্যাক রঙে পাওয়া যাবে। সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টা। বাইকে তিনটি রাইডিং মোড এবং একটি রিভার্স মোড বর্তমান। সাসপেনশন সেটআপে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও টুইন রিয়ার শক অ্যাবজর্বার। উভয় চাকায় মিলবে ডিস্ক ব্রেক।
দ্রুত বা নিয়মিত চার্জিংয়ের জন্য একটি স্ট্যান্ডার্ড থ্রি-পিন সকেট রয়েছে। দ্রুত চার্জিংয়ের মাধ্যমে, ব্যাটারি মাত্র ৮০ মিনিটের মধ্যে ৮০% চার্জ করা যাবে। আর স্ট্যান্ডার্ড হোম চার্জিংয়ে একই স্তরে পৌঁছতে প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে। স্পোর্টি লুক দিতে ডুয়াল-টোন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
রিভোল্ট আরভি ব্লেজএক্স একটি উঁচু হ্যান্ডেলবার, সিঙ্গেল-পিস সিট এবং পিলিয়নের জন্য গ্র্যাব রেল পেয়েছে। সঙ্গে মিলবে এলইডি টেললাইট, ৬ ইঞ্চি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার সঙ্গে জিও-ফেন্সিং এবং ওভার-দ্য-এয়ার (OTA) আপডেটের মতো স্মার্টফোন সংযোগ বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। বাইকের সামনে একটি স্টোরেজ বক্স এবং সিটের নীচে একটি চার্জিং কম্পার্টমেন্টও রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.