Royal Enfield গত বছর একাধিক মোটরসাইকেল প্রকাশ করেছে। সেগুলির মধ্যে অন্যতম Classic 650। সংস্থার সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের এই ৬৫০ সিসি সংস্করণ জানুয়ারিতেই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছিল। তবে এখন একটি অটোমোবাইল পোর্টালের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, বাইকটি এই মাসে রিলিজ হচ্ছে না। দাম ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে মূল্য ঘোষণা হবে। যদিও ডিলাররা ইতিমধ্যেই বুকিং চালু করে দিয়েছে।
Royal Enfield Classic 650-এর লঞ্চ পিছিয়ে গেল
রয়্যাল এনফিল্ড গত বছর নভেম্বরে ইতালির বিখ্যাত মিলান মোটরসাইকেল শো-তে ক্লাসিক ৬৫০ সামনে এসেছিল। এটি ডিসেম্বরে গোয়াতে মটোভার্স ইভেন্টে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর পরিবর্তে সংখ্যা গোয়ান ক্লাসিক ৩৫০ লঞ্চের ঘোষণা করে। ক্লাসিক ৬৫০ এনফিল্ডের লাইনআপে সুপার মিটিওর ৬৫০ মডেলটির নীচে স্থান পাবে। দাম ৩.৫০ লক্ষ টাকা শুরু হওয়ার সম্ভাবনা (এক্স-শোরুম)।
জানিয়ে রাখি, ক্লাসিক ৬৫০ তার চেসিস সুপার মিটিওর ৬৫০ এবং শটগান ৬৫০-র সাথে শেয়ার করলেও,বেশ কিছু সুক্ষ্ম পার্থক্য র়য়েছে। যেমন ক্লাসিক সুপার মিটিওরের থেকে ২ কেজি ভারী। বাইকটি ফ্যাক্টরি ফিটেড সিঙ্গেল সিটের সাথে আসে। যদিও ক্রেতারা চাইলে শটগানের অনুরূপ বোল্ট-অন সাব-ফ্রেম ইনস্টল করে একটি পিলিয়ন সিট লাগাতে পারবেন।
রয়্যাল এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি বাইকগুলির মতো Classic 650 মডেলটিও ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। এটি স্লিপার ক্লাচ ও ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত। ইঞ্জিনটি ৪৬.৩ হর্সপাওয়ার ও ৫২.৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১৪.৮ লিটার। মাটি থেকে সিটের উচ্চতা ৮০০ মিমি।