অটোকার

রাত পোহালেই লঞ্চ, কেমন দাম হবে রয়্যাল এনফিল্ডের বহু প্রতীক্ষিত Classic 650 বাইকের

Updated on:

Royal Enfield classic 650 launching tomorrow price expectation

রাত পোহালেই ভারতে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির ষষ্ঠ মোটরসাইকেল Classic 650। বিপুল জনপ্রিয় Classic 350-এর এই বড় সংস্করণের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের বাইক-প্রেমীরা। গত বছর নভেম্বরে বাইকটি প্রথম সামনে এনেছিল রয়্যাল এনফিল্ড। স্পেসিফিকেশন থেকে শুরু করে ডিজাইন আর অজানা নেই। শুধু যে জিনিসটা জানা বাকি সেটি হল দাম। এটি Bear 650 ও Shotgun মডেলটির মাঝামাঝি স্থান পেতে পারে। চলুন দেখে নিই বাইকটির দাম কত হতে পারে।

Royal Enfield Classic 650-এর দাম কত হতে পারে

জানিয়ে রাখি, Royal Enfield Bear 650 এর দাম শুরু হচ্ছে ৩.৪০ লক্ষ থেকে, যেখানে Shotgun 650 এর দাম ৩.৬০ লক্ষ থেকে (এক্স-শোরুম) শুরু হয়। ফলে আমাদের ধারণা, আসন্ন Classic 650 এর দাম ৩.৬০ লক্ষ টাকা থেকে ৩.৭৫ লক্ষ (এক্স-শোরুম) টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে। সংস্থার অন্যান্য মডেলের মতো একাধিক ভেরিয়েন্টে বিক্রি হবে। চলুন সবথেকে বড় ক্লাসিক মডেল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Royal Enfield Classic 650: স্পেসিফিকেশন ও ফিচার্স

রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৬৫০ একটি ৬৪৮ সিসি এয়ার /অয়েল কুল্ড ইঞ্জিনের সাথে আসবে। এই প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিম ৪৬.৩ হর্সপাওয়ার শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম৷ সঙ্গে ছয় গতির গিয়ারবক্স বর্তমান। বাইকের সামনের দিকে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক এবং পিছন টুইন শক অ্যাবজর্বার রয়েছে।

ক্লাসিক ৬৫০ মডেলটির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে, একটি কমপ্যাক্ট এলসিডি স্ক্রিন-সহ অ্যানালগ কনসোল, প্রিমিয়াম ক্রোম ফিনিশ, ওয়্যার স্পোক হুইল, এলইডি লাইটিং, ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। বাইকটিতে বিশেষভাবে তৈরি MRF Nylohigh টায়ার ব্যবহার করা হবে, যা কোম্পানির অন্যান্য ৬৫০ সিসির বাইক থেকে আলাদা হতে সাহায্য করবে।