বাজারে ইলেকট্রিক বাইক নিয়ে আসার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রয়্যাল এনফিল্ড। ২০২৩ সালের মিলান EICMA ইভেন্টের সংস্থার প্রথম ইলেকট্রিক বাইকের ঝলক হিসেবে ‘HIM-E’ নামের একটি প্রোটোটাইপ মডেলকে দেখানো হয়েছিল, যার পুরো নাম Royal Enfield Himalayan Electric। তারপর ২০২৪ সালের EICMA ইভেন্টে তারা ‘Flying Flea’ সিরিজের FF.C6 এবং FF.S6 মডেল দুটি তুলে ধরেছিল। এবার সেই HIM-E প্রোটোটাইপ মডেল থেকে বাস্তবের দিকে এক ধাপ এগোলো রয়্যাল এনফিল্ড।
সম্প্রতি লাদাখে একটি হোটেলের পার্কিং লটে দেখা গেছে কয়েকটি Himalayan Electric মডেলকে, যেগুলো দেখতে প্রায় প্রোডাকশন-রেডি। মনে করা হচ্ছে, রয়্যাল এনফিল্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা এগুলোর রোড টেস্ট করতে লাদাখে এনেছেন। দেখে সহজেই বোঝা যায়, এই বাইকগুলি কেবল পরীক্ষামূলক পর্যায়ে নেই, বরং বাজারে আসার জন্য পুরোপুরি প্রস্তুত।
ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকের দুনিয়ায় Royal Enfield Himalayan একটি জনপ্রিয় নাম। এবার বৈদ্যুতিক সংস্করণে Himalayan Electric কেমন পারফর্ম করবে, সেটাই দেখার বিষয়। ট্যুরিং ক্যাপাবিলিটির ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় দেওয়া হবে, তবে অফ-রোডিংয়ের জগতে এই বাইক যে দারুণ সুবিধা দেবে, সেটা সহজেই অনুমান করা যায়।
পুরানো HIM-E প্রোটোটাইপ মডেলের তুলনায় বাস্তবের মডেলে অনেক উন্নতি চোখে পড়েছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ইলেকট্রিক বাইকের অ্যালুমিনিয়াম ফ্রেম, সুইংআর্ম, হিল-প্লেট, ব্যাটারি কেসে প্রিমিয়াম ফিনিশিং দেখা যাবে। সামনে ও পিছনে থাকবে অ্যালুমিনিয়াম লাগেজ মাউন্ট, অফ-রোড প্যাগ, এবং এলইডি লাইটিং সেটআপ। আর এর ব্রেকিং সিস্টেমেও থাকছে পেটাল ডিস্ক ও নিসিন ক্যালিপার, যেটা বেশ প্রিমিয়াম ফিল দেয়।
এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে যেহেতু এর রেড টেস্টিং শুরু হয়েছে, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে, আগামী কয়েক মাসের মধ্যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ইলেকট্রিক বাইককে আমরা বাজারে দেখতে পাবো।
Photo Credit: rushlane
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.