ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য বিপজ্জনক গ্রীষ্মকাল, জেনে নিন সুরক্ষার উপায়

বর্তমানে অনেকেই পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি কিনছেন। তবে গ্রীষ্মকালে এই গাড়ির ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন না করলে বিপদ হতে পারে। বিশেষ করে প্রবল গরমে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আগুনও ধরে যেতে পারে। এই প্রতিবেদনে আমরা ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ভালো রাখার কিছু টিপস শেয়ার করবো, যেগুলি মেনে চললে আপনি দুর্ঘটনা এড়াতে পারবেন।
ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ভালো রাখার উপায়
ব্যাটারি কখনো ১০০ শতাংশ চার্জ করবেন না
ইলেকট্রিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করলে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। Kia এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে, ১০০ শতাংশ চার্জ হওয়ার পর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) স্বয়ংক্রিয়ভাবে চার্জিং বন্ধ করলেও, অতিরিক্ত সময় ধরে চার্জে রাখলে ব্যাটারি ধীরে ধীরে নষ্ট হয়। আর গ্রীষ্মকালে, যদি ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করা হয় তাহলে দুর্ঘটনা ঘটার বেশি সম্ভাবনা থাকে। তাই ব্যাটারি ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করাই ভালো।
গাড়িকে রোদের মধ্যে রেখে চার্জ করবেন না
গ্রীষ্মকালে আমাদের পরিবেশের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, যা ব্যাটারির তাপমাত্রাও বাড়িয়ে দেয়। অতিরিক্ত তাপের কারণে ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে, ফলে রেঞ্জেও প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত গরমের ফলে ব্যাটারিতে আগুন ধরে যেতে পারে। তাই গাড়ি চার্জ করার সময় সবসময় এমন জায়গা বেছে নেওয়া উচিত যেখানে ছায়া থাকবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে।
ব্যাটারি চার্জ করার সময় নিরাপত্তা নিশ্চিত করুন
গ্রীষ্মকালে ব্যাটারি চার্জ করার সময় গাড়ি কোথায় রাখা আছে, সেটা ভালোভাবে দেখে নেওয়া উচিত। চার্জার ও অন্যান্য টুলের সঠিক ব্যবহারও গুরুত্বপূর্ণ। কোনও সমস্যা হলে দ্রুত প্রযুক্তিগত সহায়তা নেওয়া উচিত।