ভোল পাল্টে নতুন রূপে লঞ্চ হল Suzuki Access স্কুটার। গতকাল এই স্কুটারের ইলেকট্রিক সংস্করণও প্রকাশ করেছে কোম্পানি। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে একাধিক নতুন গাড়ি-বাইক প্রকাশ করেছে কোম্পানিগুলি। তার মধ্যে নজর কেড়েছে সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিক। এদিন পেট্রল মডেলের যে আপডেটেড মডেলটি লঞ্চ করা হয়েছে, তার দাম শুরু ৮১,৭০০ টাকা থেকে। তিনটি ভ্যারিয়েন্ট এবং চারটি রংয়ে পাওয়া যাবে এই স্কুটার। সম্প্রতি ভারতে ১৯ বছর অতিক্রম করেছে সুজুকি অ্যাক্সেস।
২০০৬ সালের ডিসেম্বরে প্রথম স্কুটারটি বাজারে এনেছিল সুজুকি। এবার এটি পেট্রল সংস্করণ ছাড়াও ইলেকট্রিক সংস্করণেও পাওয়া যাবে। আপডেটেড সুজুকি অ্যাক্সেস দারুণ বিকল্প হতে পারে স্কুটারের বাজারে। আপডেট করা Access ১২৫ তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – যা হল স্ট্যান্ডার্ড, স্পেশাল এবং রাইড কানেক্ট এডিশন। পাঁচটি রঙের বিকল্প রয়েছে: সলিড আইস গ্রিন, পার্ল শাইনি বেইজ, মেটালিক ম্যাট স্টেলার ব্লু, পার্ল গ্রেস হোয়াইট এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নং ২।
সর্বশেষ আপডেটের সাথে, সুজুকি অ্যাক্সেস ১২৫ এখন আরও ভালো পারফরম্যান্স, উন্নত জ্বালানি দক্ষতার সঙ্গে পাওয়া যাবে। এটির সামনে রয়েছে লক-চালিত বাহ্যিক ফুয়েল লিড, ডুয়াল ফ্রন্ট পকেট, আসনের নিচে স্টোরেজ স্পেস এবং একটি বড় জ্বালানি ট্যাঙ্ক। সুজুকির দাবি, যে এটি দীর্ঘ দূরত্বের জন্য আরামদায়ক। উন্নত করা হয়েছে স্কুটারের সাসপেনশন। মিলবে অ্যালুমিনিয়াম ফুটরেস্ট এবং আরামদায়ক পিলিয়ন রাইডার পজিশন।
স্কুটারে রয়েছে ১২৫ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৮.৩ হর্সপাওয়ার এবং ১০.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই ফোর-স্ট্রোক ইঞ্জিনটি এখন OBD2B নির্গমন নিয়মের সাথে আসে। ফিচার্স রয়েছে ব্লুটুথ-সক্ষম ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, নেভিগেশন, কল, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ অ্যালার্ট, সতর্কতা অতিক্রম করার গতি, ফোনের ব্যাটারি লেভেল দেখার ডিসপ্লে।
যে কনসোল রয়েছে যেখানে ক্যালেন্ডার, বৃষ্টির সতর্কতা, অ্যাম্বিয়েন্ট ওয়েদার ইনফরমেশন, পর্যায়ক্রমিক যানবাহন পরিষেবার সতর্কতা, একটি ডিজিটাল ওয়ালেট, পুনর্নবীকরণ সতর্কতা এবং জ্বালানি খরচের বিবরণের মতো বৈশিষ্ট্যগুলি পরিচালনা করা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.