১৭ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে Bharat Mobility Global Expo। এই ইভেন্টে Access স্কুটারের ইলেকট্রিক সংস্করণ প্রকাশ করতে পারে Suzuki। দেশের অন্যতম জনপ্রিয় টু-হুইলার তথা স্কুটার হল সুজুকি অ্যাক্সেস। সংস্থা নিশ্চিত না করলেও সেটি কাল বৈদ্যুতিক অবতারে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। বর্তমানে, ১২৫ সিসি পেট্রল ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায় এই স্কুটার।
আগামীকাল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো শুরু হলেও, সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটারে কী ফিচার্স বা রেঞ্জ থাকবে তা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু প্রকাশ করা হয়নি। ফলে ধোঁয়াশা থেকে যাচ্ছে। স্কুটার নিয়ে গুজব ছড়াচ্ছে বাজারে। আশা করা হচ্ছে এই স্কুটারে যে ব্যাটারি ব্যবহার করা হবে, তা ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে।
১০০ কিলোমিটারের বেশিও হতে পারে। তবে সবটাই এখন অনুমান। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকতে পারে আন্ডারবোন ফ্রেম, এক প্রান্তে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক। আশা করা যায়, স্কুটারটি ১২ ইঞ্চি চাকায় চলবে এবং সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে একটি ড্রাম থাকবে।
সাধারণত এই ধরনের বড় ব্র্যান্ডের স্কুটারের থেকে ক্রেতাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। আশা করা হচ্ছে, বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের মতো, সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিকে ব্লুটুথ এবং নেভিগেশন-সহ টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। বাজারে এই স্কুটার টক্কর দেবে Honda Actica E, Ather Rizta, TVS iQube, Bajaj Chetak এর মতো ইলেকট্রিক স্কুটারকে।