অটোকার

চলতি বছর থেকেই কিনতে পারবেন সুজুকির ইলেকট্রিক স্কুটার, মাইলেজ-ফিচার্স জেনে নিন

Published on:

Suzuki access electric scooter may launch in festive season 2025

জানুয়ারিতে অটো এক্সপো গাড়ির মেলায় সুজুকির প্যাভিলিয়নে সবথেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল Access Electric স্কুটার। এখন, ভারতে এই স্কুটারের পেট্রল সংস্করণ বিক্রি হয়। তবে খুব শীঘ্রই ইলেকট্রিক সংস্করণ আসতে চলেছে, যা আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে চলতি বছর উৎসব মরশুমের সময়, অর্থাৎ দুর্গাপুজো বা দীপাবলির সময় বাজারে আসতে পারে এই টু হুইলার।

উল্লেখ্য, অটো এক্সপো ২০২৫-এ সুজুকি ই-অ্যাক্সেস এবং হোন্ডা অ্যাক্টিভা ই, এই দুই স্কুটার সবথেকে বেশি নজর কেড়েছিল। দেশে জাপানের দুই কোম্পানির অন্যতম জনপ্রিয় দুই স্কুটারের ইলেকট্রিক সংস্করণ, প্রতিযোগিতা আরও জমিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটারে কী কী বৈশিষ্ট্য পাওয়া যাবে।

সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটার : ফিচার্স ও রেঞ্জ

এই স্কুটারজুড়ে রয়েছে LED লাইটিং। সর্বোচ্চ গতি ৭১ কিমি প্রতি ঘণ্টা। এতে রয়েছে ৩.০৭ কিলোওয়াট আওয়ার ফিক্সড ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ৯৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ব্যাটারির সঙ্গে ৪.১ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর। সর্বাধিক ১৫ এনএম টর্ক তৈরি করতে পারে এই স্কুটার। ০-৮০% চার্জ করতে ব্যাটারিটি সময় নেয় ৫ ঘণ্টা।

স্কুটারের সামনে মিলবে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক। উন্নত ভারসাম্য দিতে যোগ করা হয়েছে টেলিস্কপিক সাসপেনশন। বাজারে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হলে, সরাসরি টক্কর দেবে হোন্ডা অ্যাক্টিভা ই, টিভিএস আইকিউব, বাজাজ চেতক এবং ওলার ইলেকট্রিক স্কুটারগুলিকে। এখন দেখার বিষয়, কত দামে ই-অ্যাক্সেস লঞ্চ করে সুজুকি।