অটোকার

পেট্রলের থেকে কম খরচ, ভারতে লঞ্চ হল সুজুকির প্রথম ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেল

Published on:

suzuki gixxer sf 250 flex fuel price launch bharat mobility expo 2025

Suzuki এ দেশে তাদের প্রথম ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল লঞ্চ করল। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে Gixxer SF 250 স্পোর্টস বাইকের ফ্লেক্স-ফুয়েল ভার্সন এনেছে জাপানি সংস্থাটি। দেশের বাজারে এই বাইকটির দাম রাখা হয়েছে ২.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় প্রায় ২৫,০০০ টাকা দামি।

Suzuki Gixxer SF 250 ফ্লেক্স-ফুয়েল লঞ্চ হল ভারতে

এই মুহূর্তে বিশ্বজুড়ে হাইব্রিড এবং ফ্লেক্স-ফুয়েল চালিত যানবাহনের প্রচলন বাড়ছে। ফ্লেক্স-ফুয়েল বাইকের ক্ষেত্রে এটি প্রথাগত জ্বালানির পাশাপাশি ইথানলেও চলতে পারে। নতুন সুজুকি জিক্সার এসএফ ২৫০ ফ্লেক্স ফুয়েল ভ্যারিয়েন্টটি ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করতে সক্ষম। এটি বাস্তবায়নের জন্য, জাপানি নির্মাতারা মডিফায়ার ইনজেক্টর, ফুয়েল ফিল্টার এবং ফুয়েল পাম্প আপগ্রেড করেছে।

WhatsApp Community Join Now

ভবিষ্যতে অন্যান্য সুজুকি মোটরসাইকেলে এই নতুন আপগ্রেডগুলি দেখা যাবে বলে জানানো হয়েছে। বাইকে মজুত ইঞ্জিন সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার শক্তি এবং ২৩ এনএম টর্ক তৈরি করতে পারে। এই ইঞ্জিনটির সঙ্গে যুক্ত একটি ৬ স্পিড গিয়ারবক্স। তবে গিয়ারবক্সে কোনও পরিবর্তন করা হয়েছে কিনা সে সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি সুজুকি।

বাইকে স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি হেডলাইট এবং টেললাইট এবং ডুয়াল-চ্যানেল এবিএস এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্য রয়েছে। Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলটি বাজারে দুটি রঙে উপলব্ধ করেছে কোম্পানি : ম্যাট ব্ল্যাক এবং ম্যাট রেড। জানা গিয়েছে, এই ফ্লেক্স ফুয়েল বাইকের বুকিং শীঘ্রই শুরু হবে দেশে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন