Suzuki এ দেশে তাদের প্রথম ফ্লেক্স-ফুয়েল মোটরসাইকেল লঞ্চ করল। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে Gixxer SF 250 স্পোর্টস বাইকের ফ্লেক্স-ফুয়েল ভার্সন এনেছে জাপানি সংস্থাটি। দেশের বাজারে এই বাইকটির দাম রাখা হয়েছে ২.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় প্রায় ২৫,০০০ টাকা দামি।
এই মুহূর্তে বিশ্বজুড়ে হাইব্রিড এবং ফ্লেক্স-ফুয়েল চালিত যানবাহনের প্রচলন বাড়ছে। ফ্লেক্স-ফুয়েল বাইকের ক্ষেত্রে এটি প্রথাগত জ্বালানির পাশাপাশি ইথানলেও চলতে পারে। নতুন সুজুকি জিক্সার এসএফ ২৫০ ফ্লেক্স ফুয়েল ভ্যারিয়েন্টটি ৮৫ শতাংশ পর্যন্ত ইথানল ব্যবহার করতে সক্ষম। এটি বাস্তবায়নের জন্য, জাপানি নির্মাতারা মডিফায়ার ইনজেক্টর, ফুয়েল ফিল্টার এবং ফুয়েল পাম্প আপগ্রেড করেছে।
ভবিষ্যতে অন্যান্য সুজুকি মোটরসাইকেলে এই নতুন আপগ্রেডগুলি দেখা যাবে বলে জানানো হয়েছে। বাইকে মজুত ইঞ্জিন সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার শক্তি এবং ২৩ এনএম টর্ক তৈরি করতে পারে। এই ইঞ্জিনটির সঙ্গে যুক্ত একটি ৬ স্পিড গিয়ারবক্স। তবে গিয়ারবক্সে কোনও পরিবর্তন করা হয়েছে কিনা সে সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি সুজুকি।
বাইকে স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি হেডলাইট এবং টেললাইট এবং ডুয়াল-চ্যানেল এবিএস এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বৈশিষ্ট্য রয়েছে। Suzuki Gixxer SF 250 মোটরসাইকেলটি বাজারে দুটি রঙে উপলব্ধ করেছে কোম্পানি : ম্যাট ব্ল্যাক এবং ম্যাট রেড। জানা গিয়েছে, এই ফ্লেক্স ফুয়েল বাইকের বুকিং শীঘ্রই শুরু হবে দেশে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.