বর্তমানে, পরিষেবা নির্ভর একাধিক অ্যাপ সংস্থার আবির্ভাব হচ্ছে বাজারে। মুদি সামগ্রী, ওষুধ-সহ একাধিক পণ্য বাড়ি বয়ে দিয়ে যাওয়ার জন্য বাড়ছে গিগ কর্মীদের নিয়োগ। আর সেইসব কর্মীদের জন্য পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে নানা কোম্পানি। এবার তামিলনাড়ু এক অভিনব সুযোগ দিচ্ছে সেইসব যুবক-যুবতীদের, যাঁরা আগামীদিনে ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন। এই রাজ্যের ঘোষণা অনুযায়ী, ব্যাটারি চালিত স্কুটারের উপর ২০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে।
ইলেকট্রিক স্কুটারে ২০ হাজার টাকা ভর্তুকি দেবে তামিলনাড়ু
ইলেকট্রিক স্কুটার কিনতে উৎসাহ করছে সরকার। সাধারণ ক্রেতাদের পাশাপাশি গিগ কর্মীদের জন্য এই সুযোগের পথ প্রশস্ত করল তামিলনাড়ু সরকার। তবে একটি শর্ত রাখা হয়েছে। বলা হয়েছে, তামিলনাড়ু গিগ ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডে নিবন্ধিত প্রথম ২০০০ ইন্টারনেট-ভিত্তিক গিগ কর্মীরাই এই ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন।
এই পদক্ষেপকে পরিবেশ-সংরক্ষণমূলক উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন অনেকে। যাঁদের মূলত প্রতিদিন শহরের নানা প্রান্তে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা পৌঁছনোর দায়িত্ব পালন করতে হয় তাঁদের জন্য এটি কার্যকরী। এই ভর্তুকি যদি হিসাব করা হয়, তাহলে বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের সবথেকে কম দামি সংস্করণ, চেতক ২৯০৩, যার দাম ৯৫,৯৯৮ টাকা (এক্স-শোরুম) সেটি পাওয়া যাবে ৭৬ হাজার টাকায়।
তামিলনাড়ু সরকারের এই ভর্তুকি যাঁরা পাবেন, তাঁরা সাধারণ ক্রেতাদের তুলনায় অনেক সস্তায় কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার। পেট্রল চালিত স্কুটার যেমন হোন্ডা অ্যাক্টিভা এবং টিভিএস জুপিটারের দামে কেনা যাবে ব্যাটারি চালিত স্কুটার।