টাটা সাফারি এবং টাটা হ্যারিয়ার গাড়ির ডার্ক এডিশন ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে বাজারে। এবার আসতে চলেছে Tata Curvv SUV এর Dark Edition, যা আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে বলে খবর। খুব শীঘ্রই দেশজুড়ে টাটা মোটরসের ডিলারশিপগুলিতে পৌঁছতে পারে নতুন গাড়িটি। জানা গিয়েছে, এই কূপ ডিজাইনের SUV- এর টপ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে ডার্ক এডিশন লঞ্চ হতে পারে।
টাটা কার্ভ ডার্ক এডিশন সমস্ত ফিচার্স থাকবে, যা এই গাড়ির টপ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। নাম শুনেই বোঝা যাচ্ছে, গাড়িটি অল ব্ল্যাক পেইন্ট-সহ হাজির হতে চলেছে। এক্সটিরিয়র ডিজাইনে সম্পূর্ণ ব্ল্যাক থিম থাকবে এবং এলইডি লাইটবার, এলইডি টেলল্যাম্প, ডুয়াল টোন অ্যালয় হুইল, সিলভার স্কিড প্লেট ইত্যাদি পাওয়া যাবে।
টাটা সাফারি ও হ্যারিয়ার ডার্ক এডিশনের মতো কার্ভ ডার্ক এডিশনের ইঞ্জিন অপরিবর্তিত থাকবে। পেট্রল এবং ডিজেল উভয় বিকল্পই পাওয়া যাবে। মিলবে T-GDi Turbocharged পেট্রল ইঞ্জিন এবং Kyrojet ডিজেল ইঞ্জিন। দুই ইঞ্জিনের সঙ্গে DCA ট্রান্সমিশন এবং ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের বিকল্প পাওয়া যাবে।
কূপ ডিজাইনের গাড়ি সাধারণত লাক্সারি কার সেগমেন্টে দেখা যায়। কিন্তু, টাটা মোটরস সেই ছক ভেঙে যাত্রীবাহী গাড়ির বাজারে এই ধরনের SUV লঞ্চ করে চমক সৃষ্টি করেছে। টাটা কার্ভ মডেলটি পেট্রল এবং ইলেকট্রিক দুই ভার্সনেই লঞ্চ হয়েছে বাজারে। গাড়িটির এক্স-শোরুম মূল্য ১০ লাখ থেকে ১৯.২০ লাখ টাকা। আসন্ন টাটা কার্ভ ডার্ক এডিশনের দাম কত রাখা হয় সেটাই এখন দেখার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.