অটোকার

ভারতে গাড়ি আনার আগে ইলন মাস্কের বড় পদক্ষেপ, টাটার সঙ্গে হাত মেলালো Tesla

Published on:

tata-group-supplies-rs-17000-crore-of-critical-auto-parts-to-tesla-becomes-global-supplier

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশে টেসলার আগমন নিয়ে ইতিমধ্যে নানা মহলে নানা চর্চা। বাস্তবে কোম্পানিটি যাতে দেশের গাড়ি বাজারে জমি শক্ত করতে পারে তার চেষ্টায় শুধু সরকার নয়, রয়েছে ভারতের টাটা গোষ্ঠীও (Tata Group)। তাদের একাধিক শাখা যেমন, টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা (টিসিএস), টাটা অটোকম্প, টাটা টেকনোলজিস এবং টাটা ইলেকট্রনিক্স, টেসলার মূল সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়ে উঠতে পারে।

বলা বাহুল্য, বর্তমানে বিশ্বের অটোমোটিভ মার্কেটের প্রায় অর্ধেক মাস্কের সংস্থার দখলে রয়েছে। সূত্রের দাবি, ভারতে টেসলার মূল সরবরাহকারী হয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে টাটা গ্ৰুপ। শিল্প-সম্পর্কিত এক ব্যক্তি ইকোনমিক টাইমসকে জানিয়েছেন যে, টেসলা “ভারতে সরবরাহকারীদের জন্য ভিত্তি প্রস্তুত করছে”, যা ইঙ্গিত দেয় যে সংস্থাটি দেশে উৎপাদন কার্যক্রম শুরু করার পরে ভারতীয় সংস্থাগুলির সুযোগগুলি থেকে উপকৃত হতে প্রস্তুত।

ইতিমধ্যে টেসলার সিনিয়র গ্লোবাল প্রকিউরমেন্ট টিম সরবরাহকারীদের সাথে যোগাযোগ করছে। কাস্টিং, ফোরজিংস, ইলেকট্রনিক্স এবং ফ্যাব্রিকেশন আইটেমের মতো প্রয়োজনীয় উপাদানগুলির উন্নয়ন এবং উৎপাদন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে টাটা গ্ৰুপ।

হাত মিলিয়েছে টেসলা ও টাটা

এক রিপোর্ট অনুযায়ী, উক্ত টাটা গ্রূপের সংস্থাগুলি ইতিমধ্যে টেসলার সঙ্গে চুক্তি সই করেছে। যার অধীনে ২০২৪ অর্থবর্ষে মার্কিন সংস্থাটিকে ২ বিলিয়ন ডলারের (প্রায় ১৭,০০০ কোটি টাকা) ভারতীয় পণ্য সরবরাহ করেছে টাটা গ্ৰুপ। যদিও এই চুক্তি আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে সম্পর্কিত। ব্যবসায়িক মহলের মতে, আগামীদিনে ভারতে স্থানীয় উৎপাদন বা চুক্তিবদ্ধ উৎপাদনের বিষয়ে সংস্থার এই সিদ্ধান্ত, তাদের সহযোগিতার পরবর্তী পর্যায়ের নির্দিষ্ট রূপরেখা তৈরি করবে।

অন্য এক রিপোর্টে দাবি, বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি ইকোনমিক টাইমসকে জানিয়েছেন যে, ভারতীয় সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন ধরণের উপাদান সংগ্রহ করতে পারে টেসলা। যেমন, ওয়্যারিং হারনেস, বৈদ্যুতিক মোটর, গিয়ারবক্স, নকল যন্ত্রাংশ, কাস্টিং, শিট মেটাল, উচ্চ-মূল্যের ইলেকট্রনিক্স, সাসপেনশন সিস্টেম এবং বৈদ্যুতিক পাওয়ারট্রেন।