টাটা মোটরস গত মাসে ভারত মোবিলিটি এক্সপোতে তাদের জনপ্রিয় দুই এসইউভি, Safari ও Harrier-এর Stealth Edition প্রদর্শন করেছিল। আত্মপ্রকাশের পর থেকেই কালো রঙের এই দুই গাড়ি অটোমোবাইলের জগতে চর্চায় ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার Harrier এবং Safari Stealth Edition অফিসিয়ালি লঞ্চ হয়েছে। প্রথম মডেলটির সম্পর্কে আমরা আগেই খবর প্রকাশ করেছি। এই প্রতিবেদনে দ্বিতীয় গাড়ির দাম ও খুঁটিনাটি রইল।
Tata Harriet Stealth এডিশন ভারতে ২৫ লক্ষ টাকায় (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছে। এই নতুন সংস্করণ হ্যারিয়ারের টপ-স্পেক ফিয়ারলেস+ ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি। ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন উভয় অপশনে উপলব্ধ। এই প্রথমবার গাড়িতে ম্যাট পেইন্ট স্কিম থাকছে। ম্যাট ব্ল্যাক কালার স্কিম, ফুল-ব্ল্যাক লেদারেট ইন্টেরিয়র এবং ১৯ ইঞ্চি ম্যাট ব্ল্যাক চাকা রয়েছে।
টাটা হ্যারিয়ার স্টিল্থ এডিশন টপ-স্পেক মডেল হওয়ার ফলে ডুয়াল ডিজিটাল স্ক্রিন, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেশন সহ পাওয়ার্ড ফ্রন্ট সিট, পাওয়ার্ড টেলগেট ও লেভেল-টু অটোনোমাস ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS)-এর মতো অত্যাধুনিক ফিচার্স মিলবে। পারফরম্যান্সের কথা বললে, গাড়িতে ১৬৮ হর্সপাওয়ার ও ৩৫০ এনএম টর্ক উৎপাদনকারী ১.৫ লিটার ইঞ্জিন রয়েছে।
হ্যারিয়ারের ইঞ্জিন ছয়-স্পিড ম্যানুয়াল বা ছয়-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনে উপলব্ধ। এই বছর হ্যারিয়ার এবং সাফারিতে ১.৫-লিটার TGDi পেট্রোল ইঞ্জিন যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে হ্যারিয়ার স্টিলথ এডিশনের একমাত্র পপ্রতিদ্বন্দ্বী হল এমজি হেক্টর ব্ল্যাক স্টর্ম/স্নো স্টর্ম/ডেজার্ট স্টর্ম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.