আজ ভারতে লঞ্চ হয়েছে নতুন তিনটি গাড়ি। Tiago, Tiago EV এবং Tigor মডেলের 2025 সংস্করণ প্রকাশ করেছে Tata Motors। গাড়িতে বিভিন্ন ফিচার্স যুক্ত করা হয়েছে। নতুন Tigor সম্পর্কে বিস্তারিত আগের একটি প্রতিবেদনে পড়েছেন আপনারা৷ এদিকে, 2020 সালে শেষ আপডেট করা হয়েছিল টিয়াগো। পাঁচ বছর পর গাড়িটি নতুন রূপে হাজির করল কোম্পানি। পেট্রল মডেল ছাড়াও ইলেকট্রিক মডেলও আপডেট করেছে টাটা মোটরস।
2025 Tata Tiago: ফিচার্স ও দাম
টাটা টিয়াগোর পেট্রল মডেলে পাবেন 10.25 ইঞ্চি ভাসমান টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। এছাড়াও রয়েছে এলইডি হেডলাইট, আপগ্রেডেড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আলোকিত টাটা লোগো-সহ নতুন টুইন-স্পোক স্টিয়ারিং হুইল।
গাড়ির ভিতরে যোগ করা হয়েছে ডুয়াল-টোন সিট আপহোলস্ট্রি এবং ধূসর-বেইজ ড্যাশবোর্ড। ইঞ্জিন রয়েছে 1.2 লিটার তিন সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। 2025 Tata Tiago পেট্রল মডেলের দাম 5 থেকে 8.20 লাখ টাকা (এক্স-শোরুম)।
2025 Tata Tiago EV : ফিচার্স ও দাম
টাটা টিয়াগো ইভির আপডেটগুলির মধ্যে রয়েছে নতুন ভাবে ডিজাইন করা ফ্রন্ট গ্রিল এবং 14 ইঞ্চি অ্যারোডাইনামিক অ্যালয় হুইল। এছাড়াও, মিলবে সামনের দরজায় ব্যাজ, লাইম, ব্লু এবং আরও অনেক উজ্জ্বল রঙের বিকল্প। গাড়ির ভিতরে রয়েছে একটি চামড়া-মোড়ানো স্টিয়ারিং হুইল, একটি ছয়-মুখী সামঞ্জস্যযোগ্য ড্রাইভার সিট এবং টপ ভেরিয়েন্টে ক্রুজ কন্ট্রোল। গাড়িতে ব্যাটারি ক্ষমতা পাওয়া যাবে দু’রকম 19.2 কিলোওয়াট আওয়ার এবং 24 কিলোওয়াট আওয়ার।
2025 Tata Tigor : ফিচার্স ও দাম
নতুন টিগরে উল্লেখযোগ্য বৈশিষ্টের মধ্যে মিলবে নতুন স্মার্ট স্টিয়ারিং হুইল সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং বেস ট্রিম থেকেই ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কর। উচ্চতর ভেরিয়েন্টগুলিতে পাওয়া যাবে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো-সহ 10.25 ইঞ্চি ভাসমান ইনফোটেইনমেন্ট সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা, কন্ট্রোল, রেন-সেন্সিং ওয়াইপার এবং চামড়া-মোড়ানো স্টিয়ারিং। গাড়ির দাম 6 লাখ টাকা থেকে 9.50,লাখ টাকা। এটি CNG মডেলেও পাওয়া যাবে।