অটোকার

নেক্সন-পাঞ্চের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি নিয়ে মরিশাসে পা রাখল টাটা মোটরস

Published on:

tata motors enters mauritius with nexon ev tiago ev and punch ev

আরও এক দেশে গাড়ি রফতানি শুরু করল টাটা মোটরস। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রবেশ করল এই সংস্থা। সেখানে টিয়াগো, নেক্সন ও পাঞ্চের মতো জনপ্রিয় গাড়িগুলির বৈদ্যুতিক সংস্করণ বিক্রি করবে টাটা মোটরস। সার্ক রিজিওনের বাইরে এটি সংস্থার প্রথম আন্তর্জাতিক বাজার হতে চলেছে। জানা গিয়েছে, অ্যালাইড মোটরসের সঙ্গে গাঁটছড়া বেধে দেশটিতে গাড়ি বিক্রি করবে টাটা।

মরিশাসে টাটার যে ইলেকট্রিক গাড়িগুলি পাওয়া যাবে, তার প্রত্যেকটিতে ৮ বছর/১,৬০,০০০ কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে। পাশাপাশি যাঁরা টাটা.ইভি কিনবেন তাঁরা বিনামূল্যে ৭.২ কিলোওয়াট আওয়ার শক্তির একটি চার্জার বক্স ও কেবল পাবেন। মরিশাসের মতো দ্বীপরাষ্ট্রে টাটার ব্যাটারি চালিত এই গাড়িগুলি কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ বাঁচাতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টাটা পাঞ্চ ইভি

টাটা পাঞ্চ ইভির তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। এই গাড়িতে দাম অনুযায়ী ২৫ থেকে ৩৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক পাওয়া যায়। ফুল চার্জে রেঞ্জ ২৬৫ কিলোমিটার থেকে ৩৬৫ কিলোমিটার। ভারত এনক্যাপ অনুযায়ী, গাড়ির সেফটি রেটিং ৫ স্টার।

টাটা নেক্সন ইভি

টাটা নেক্সন ইভিতে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে – ৩০ কিলোওয়াট আওয়ার এবং ৪৫ কিলোওয়াট আওয়ার। কিছুদিন ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক বন্ধ করে দিয়েছে সংস্থা। গাড়িটি ১ ঘণ্টার মধ্যে ৮০% পর্যন্ত চার্জ হতে পারে বলে দাবি টাটার।

টাটা টিয়াগো ইভি

টাটা টিয়াগো ইভি সংস্থার নতুন বৈদ্যুতিক গাড়ি। এতে রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে ইত্যাদি স্মার্ট ফিচার্স। এছাড়াও, ডুয়াল টোন ডিজাইন এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, আপডেটেড ড্রাইভার ডিসপ্লে, এইচডি পার্কিং ক্যামেরার মতো সুবিধা মজুত গাড়িতে।