একটা সময় ছিল যখন ভারতীয় কোম্পানির তৈরি ব্যবহার করা হত প্রধানমন্ত্রীর জন্য। সে মারুতি হোক বা টাটা মোটরস, দেশে তৈরি গাড়িতেই ভরসা করত প্রধানমন্ত্রী কার্যালয়। যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। কিন্তু, অনেকই জানেন না যে Tata Sierra একসময় ব্যবহার করতেন ভারতের প্রধানমন্ত্রী। ১৯৯৫ সালে এই গাড়িটি আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর সফরের জন্য ব্যবহার করা হয়েছিল।
ভারতে, সিয়েরা এবং সাফারির মতো কয়েকটি টাটা গাড়ি ১৯৯০ এবং ২০০০ এর দশকে অত্যন্ত জনপ্রিয় ছিল। লক্ষণীয় বিষয়, এই গাড়িগুলিকে উচ্চাকাঙ্ক্ষী এসইউভি হিসেবে দেখা হত। যেহেতু সেই সময় দেশে খুব বেশি বিদেশি গাড়ি প্রস্তুতকারক ছিল না, তাই সকল স্তরে এই এসইউভিগুলি দেখা যেত। এমনকী, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মতো অনুষ্ঠানেও ভারতের প্রধানমন্ত্রীর কনভয়ে অন্তর্ভুক্ত থাকত দেশীয় গাড়ি।
ইনস্টাগ্রামে dc.mototech-এর সৌজন্যে জানা গিয়েছে এই তথ্য। একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে ১৯৯৫ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের একটি অংশ রয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর কনভয়ে একগুচ্ছ যানবাহন দেখা যাচ্ছে সেখানে। তবে অনেকেই বুক গর্বে ফুলে উঠবে, যে এই মোটরকেডে থাকা প্রায় প্রতিটি গাড়িই ভারতীয় যানবাহন। এর মধ্যে ছিল হিন্দুস্তান অ্যাম্বাসেডর, টাটা সুমো, টাটা সিয়েরা এবং সিয়েরার কিছু নির্দিষ্ট সংস্করণের মতো গাড়ি।
ভিডিয়োতে টাটা সুমো এসইউভিগুলির দরজায় নিরাপত্তা কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সিয়েরা এখন বৈদ্যুতিক অবতারে নতুন রূপে প্রকাশ করা হয়েছে। তবে গাড়ির পুরনো মডেল নস্টালজিয়া আনে বহু মানুষের মনে। আগামী মাসগুলিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কনভয়ে আমরা নতুন সিয়েরা দেখতে পাব কিনা সেটাই এখন দেখার বিষয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.