শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয় হোন্ডা অ্যাক্টিভা। গত মাসে এই স্কুটারের ১,৭৪,০০৯টি ইউনিট বিক্রি হয়েছে ভারতের বাজারে। যা মোট বিক্রির ৩৭.৯৫%। তবে এক বছর আগের তুলনায় চাহিদা ১৩.০৫ শতাংশ কমেছে। গত মাসে ভারতে মোট ৪,৫৮,৫৭৬ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে। যেখানে ২০২৪ সালে একই সময়ে বিক্রি হয়েছিল ৪,৫০,৭৩৯টি স্কুটার।
দ্বিতীয় স্থানে রয়েছে টিভিএস জুপিটার। এই বছর ফেব্রুয়ারিতে এই স্কুটারের ১,০৩,৫৭৬ ইউনিট বিক্রি করতে পেরেছে টিভিএস মোটর কোম্পানি। গত বছর একই সময়ে টিভিএস মাত্র ৭৩,৮৬০ ইউনিট বিক্রি করতে পেরেছিল, যা বার্ষিক ৪০.২৩ শতাংশের অভূতপূর্ব বৃদ্ধির সাক্ষী রেখেছে। গত মাসে ৫৯,০৩৯টি মডেল বিক্রির মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সুজুকি অ্যাক্সেস।
অ্যাক্সেসের বিক্রি মাসিক ৮.১৬ শতাংশ এবং বার্ষিক ৪.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং স্কুটারের মার্কেটে ১২.৮৭ শতাংশ অংশীদারিত্ব অর্জন করতে পেরেছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে টিভিএস আইকিউব এবং বাজাজ চেতক। দুটোই ইলেকট্রিক স্কুটার। বিক্রির তালিকায় প্রথম পাঁচে পেট্রল চালিত স্কুটারের পাশাপাশি ব্যাটারি চালিত স্কুটারও জায়গা করে নিয়েছে।
বিক্রির নিরিখে ষষ্ঠ স্থানে টিভিএসে আরও একটি মডেল, এনটর্ক। ফেব্রুয়ারিতে ২০,৯৯২ ইউনিট বিক্রি হয়েছে। তবে, প্রায় ২১,০০০ ইউনিট সেল হওয়া সত্ত্বেও, বার্ষিক এবং মাসিক বিক্রিতে এর উল্লেখযোগ্য পতন ঘটেছে। গত মাসে ১৬,০২৮ ইউনিট বিক্রি করে তালিকায় সপ্তম স্থানে রয়েছে হোন্ডার স্পোর্টি স্কুটার হিসাবে পরিচিত ডিও।
অষ্টম, নবম এবং দশম স্থান দখল করেছে যথাক্রমে হিরো ডেস্টিনি ১২৫, ইয়ামাহা রেজেডআর এবং হিরো প্লেজার। তিনটি স্কুটারেরই বিক্রির সংখ্যা ১০,০০০ ইউনিটের বেশি ছিল। ডেস্টিনির বিক্রি বার্ষিক কমলেও, গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় রেজেডআর এবং প্লেজারের বিক্রি যথাক্রমে ২৭.১৭ শতাংশ ও ৪১.৩২ শতাংশ বেড়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.