রাজ্য থেকে বিদায়ের পথে শীত। আর গরম শুরু হতেই বেশি সমস্যায় পড়েন গাড়ি ব্যবহারকারীরা। বলা বাহুল্য, গ্রীষ্মকাল গাড়ির জন্য বেশ কঠিন সময়। রোদের তীব্রতা, উচ্চ তাপমাত্রা, এবং রাস্তার অতিরিক্ত তাপ গাড়ির ইঞ্জিন, ব্যাটারি, টায়ার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে নেতিবাচক প্রভাব ফেলে। তাই গরমে গাড়ির ভালো পারফরম্যান্স ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি। চলুন দেখে নেওয়া যাক, গ্রীষ্মে গাড়ির যত্নে কী কী নিয়ম পালন করতে হবে।
ইঞ্জিন ঠান্ডা রাখুন
একটি গাড়ির প্রাণভ্রমরা হল ইঞ্জিন। আর গরমকালে এই ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গাড়ির পারফরম্যান্স কমিয়ে ক্ষতি করতে পারে। তাই নিয়মিত কুল্যান্ট লেভেল পরীক্ষা করুন এবং প্রয়োজনে হলে বাড়ান। সঙ্গে ইঞ্জিন তাপমাত্রার গেজে নজর রাখুন। যদি এটি স্বাভাবিকের চেয়ে বেশি ওঠে, তবে গাড়ি বন্ধ করে ইঞ্জিনকে ঠান্ডা হতে দিন। দীর্ঘ সময় ধরে যদি গাড়ি চালাতে হয়, তাহলে মাঝে মাঝে বিরতি নিন।
ব্যাটারির যত্ন নিন
তপ্ত আবহাওয়া গাড়ির ব্যাটারির তরলকে দ্রুত বাষ্পীভূত করতে পারে, ফলে ব্যাটারি দুর্বল হয়ে পড়ে। তাই ব্যাটারির তার এবং সংযোগগুলো পরিষ্কার রাখুন। ব্যাটারির জলের লেভেল ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন। ব্যাটারির চার্জিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করুন।
টায়ারের চাপ পরীক্ষা করুন
গরমে রাস্তার তাপমাত্রা বেড়ে গেলে টায়ারের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা টায়ার বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। ফলে প্রতিকার হিসাবে প্রতি সপ্তাহে একবার টায়ারের বায়ুর চাপ পরীক্ষা করুন। খুব বেশি ফুলিয়ে বা কমিয়ে রাখবেন না, কারণ দুটোই বিপজ্জনক হতে পারে। টায়ারে ফাটল বা ক্ষয় ধরেছে কিনা তা নজর রাখুন।
ব্রেক সিস্টেম পরীক্ষা করুন
গরমকালে অতিরিক্ত ব্যবহার বা দীর্ঘ ড্রাইভের কারণে ব্রেক অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা কার্যকারিতা কমিয়ে দেয়। তাই ব্রেক প্যাড এবং ফ্লুইড নিয়মিত পরীক্ষা করুন। ব্রেক নিতে সমস্যা হলে মেকানিকের পরামর্শ নিন।
গাড়ির রঙ ও অভ্যন্তরীণ অংশ রক্ষা করুন
প্রচণ্ড রোদ গাড়ির পেইন্ট ফিকে করে দিতে পারে এবং ভিতরের অংশ (ড্যাশবোর্ড, আসন ইত্যাদি) নষ্ট করতে পারে। ফলে সানশেড বা কভার ব্যবহার করুন। গাড়ির বাইরের অংশে ভালো মানের ওয়াক্স লাগাতে পারেন, এতে পেইন্টের ক্ষতি অনেকটাই কম হবে। এছাড়া, গাড়ির ভিতরের অংশে UV প্রটেকশন স্প্রে ব্যবহার করতে পারেন।