Triumph বাইকের উপর আকর্ষণীয় অফার, সুযোগ হাতছাড়া করবেন না

যদি এই মুহূর্তে নতুন বাইক কিনতে চান তাহলে ট্রায়ম্ফ (Triumph) এর অফার কাজে লাগাতে পারেন। ট্রায়ম্ফ তাদের জনপ্রিয় বাইক – Speed 400, Speed T4 এবং Scrambler 400 X এর উপর বিশেষ অফারের ঘোষণা করেছে। মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র Bikewale ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। অর্থাৎ অনলাইন বাইক ক্রেতাদের জন্য এই অফার আনা হয়েছে।

Triumph বাইকে লোভনীয় অফার

এই অফারের ট্রায়ম্ফ স্পিড 400 বা স্পিড T4 বাইকের সাথে ৩,০০০ টাকা অ্যামাজন গিফট ভাউচার দেওয়া হচ্ছে। আবার ট্রায়ম্ফ স্ক্র্যাম্বলার 400 X কিনলে ২,০০০ টাকা অ্যামাজন গিফট ভাউচার পাওয়া যাবে। বাইকের ডেলিভারি নিশ্চিত হওয়ার পর, এই গিফট ভাউচার হোয়াটসঅ্যাপ বা ইমেইলে পাঠানো হবে।

কোন বাইকে কী বিশেষত্ব?

Triumph Speed T4

স্পিড T4 হল ভারতে ট্রায়ম্ফের সবচেয়ে সস্তা বাইক। এটি আধুনিক প্রযুক্তি এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বেশ জনপ্রিয়। এতে ৩৯৯ সিসি ইঞ্জিন আছে। শহরের রাস্তায় এই বাইকটি চালানো খুবই সুবিধাজনক।

Triumph Speed 400

এই বাইকটি রেট্রো ডিজাইনের পাশাপাশি আধুনিক ফিচার অফার করে। এতে ক্লাসিক স্টাইলের পাশাপাশি লিকুইড-কুলড ইঞ্জিন আছে, যা দুর্দান্ত স্পিড এবং নিয়ন্ত্রণ প্রদান করে।

Scrambler 400 X

অফ-রোডিং প্রেমীদের জন্য ট্রায়ম্ফের বাইকটি সেরা। অসাধারণ ডিজাইন এবং মজবুত বিল্ড কোয়ালিটি একে যে কোনো রাস্তায় চালানোর জন্য উপযুক্ত করে তুলেছে।