অটোকার

নতুন ইঞ্জিনের সাথে দুর্দান্ত পারফরম্যান্স দেবে TVS Apache RR 310, দাম কত

TVS Apache RR 310 মোটরসাইকেলের নতুন আপডেটেড মডেল বাজারে এল। এই নতুন বাইকে সরকারী নিয়ম অনুযায়ী OBD-2B স্ট্যান্ডার্ডের ইঞ্জিন পাওয়া যাবে। আশা করা যায় নতুন ইঞ্জিন বাইকের পারফরম্যান্সে উন্নতি ঘটাবে। এর পাশাপাশি কিছু ছোটখাটো পরিবর্তনও করা হয়েছে। ফলে বলতে দ্বিধা নেই যে, নতুন TVS Apache RR 310 বাইকটি বিভিন্ন দিক থেকে আরও শক্তিশালী, কার্যকরী এবং আধুনিক হয়ে উঠেছে।

TVS Apache RR 310 এর দাম

নতুন টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ বিভিন্ন কালার অপশনে এসেছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেপাং ব্লু রেস রিপ্লিকা কালার স্কিম। এটি মোট ৩টি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট এবং ৩টি বিল্ট টু অর্ডার (BTO) কাস্টমাইজেশন কিটসহ পাওয়া যাবে।

এরমধ্যে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ এর কুইকশিফটার ছাড়া রেড ভ্যারিয়েন্টের দাম ২,৭৭,৯৯৯ টাকা। আর কুইকশিফটার যুক্ত রেড ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২,৯৪,৯৯৯ টাকা। আর বোম্বার গ্রে কালার অপশন কিনতে খরচ হবে ২,৯৯,৯৯৯ টাকা।

BTO কিটের জন্য আলাদা দাম ধার্য করা হয়েছে, যার মধ্যে ডাইনামিক কিটের দাম ১৮,০০০ টাকা, ডাইনামিক প্রো কিটের দাম ১৬,০০০ টাকা এবং রেস রিপ্লিকা কালার স্কিমের জন্য ১০,০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। নতুন মডেলটি TVS এর ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারশিপ থেকে বুক করা যাবে।

TVS Apache RR 310 এর ফিচার

টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ এর ডিজাইনের কথা বললে, একে রেসিং এবং ট্র্যাক পারফরম্যান্সের দিকে মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে। এতে ফুল-ফেয়ারড ডিজাইন এবং ট্র্যাক-কেন্দ্রিক এর্গোনোমিক্স রয়েছে। বাইকটি ৪টি রাইডিং মোড সহ এসেছে – ট্র্যাক, স্পোর্ট, আর্বান এবং রেন।

টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ বাইকের উচ্চতা ১,১৩৫ মিমি, দৈর্ঘ্য ২,০০১ মিমি এবং প্রস্থ ৭৮৬ মিমি। এর হুইলবেস ১,৩৬৫ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি, এবং ওজন ১৭৪ কেজি। এতে ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সাথে পাওয়া যাবে ৫ ইঞ্চি TFT স্ক্রিন।

এতে সিকোয়েন্সিয়াল টার্ন সিগনাল ল্যাম্প এবং কর্নারিং ড্র্যাগ টর্ক কন্ট্রোল উপস্থিত। এর সাসপেনশন সিস্টেমে টেলিস্কোপিক ফর্ক এবং অ্যালুমিনিয়াম ডাই-কাস্ট সুইংআর্ম সাসপেনশন পাওয়া যাবে। ব্রেকিং সিস্টেমের কথা বললে, এই বাইকে ৩০০ মিমি পেটাল টাইপ ডিস্ক ব্রেক এবং ২৪০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে।

TVS Apache RR 310 এর ইঞ্জিন ও স্পিড

নতুন Apache RR 310 বাইকে ব্যবহার করা হয়েছে ৩১২ সিসি রিভার্স-ইনক্লাইন্ড DOHC ইঞ্জিন, যা ৯,৮০০ আরপিএমে ৩৮ পিএস ক্ষমতা এবং ৭,৯০০ আরপিএমে ২৯ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই ইঞ্জিন ৬-স্পিড ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে সংযুক্ত। টিভিএসের দাবি বাইকটি ২.৮২ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি/ঘণ্টা এবং ৬.৭৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ১৬৪ কিমি/ঘণ্টা।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

16 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

16 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

16 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.