আগস্ট মাসে অ্যাডভেঞ্চার বাইকের দুনিয়ায় এন্ট্রি নিতে চলেছে TVS Apache RTX 300। প্রথমবার এই সেগমেন্টে পা রাখতে চলেছে কোম্পানিটি। গত বছর থেকে এই বাইকটির কথা সামনে আসছিল। এতে ৩০০সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে বলে জানা গিয়েছে। সম্প্রতি TVS এই নতুন ইঞ্জিনের উপর থেকে পর্দা সরিয়েছে। সেইসঙ্গে, ২০২৫ সালের অটো এক্সপো-তেও TVS Apache RTX 300 এথ এক ঝলক দেখানো হয়েছিল।
পরীক্ষার সময় একাধিকবার রাস্তায় দেখা গেছে টিভিএস এর এই নতুন বাইকটিকে। যেখান থেকে স্পষ্ট এটি যত না অফ-রোডার, তার থেকে অনেক বেশি রোড ট্যুরার। এই বাইকে থাকবে ১৯-১৭ ইঞ্চির অ্যালয় হুইল, রোড-বায়াসড টায়ার এবং লিমিটেড সাসপেনশন ট্র্যাভেল। এর সাথে পাওয়া যাবে উঁচু উইন্ডস্ক্রিন, চওড়া সিট আর আপরাইট রাইডিং পজিশন।
Apache RTX 300 বাইকে পাওয়া যাবে কোম্পানির নিজস্ব সম্পূর্ণ নতুন ২৯৯ সিসির RTX D4 ইঞ্জিন। এই কারণে তারা BMW-র ৩১২সিসি ইঞ্জিনটি আর না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ইঞ্জিনটি ৩৫ বিএইচপি পাওয়ার ও ২৮.৫ এনএম টর্ক জেনারেট করতে। সঙ্গে থাকবে সিক্স-স্পিড গিয়ারবক্স ও অ্যাসিস্ট-স্লিপার ক্লাচ। বাইকের ফ্রেম হিসেবে ব্যবহার করা হবে ট্রেলিস ফ্রেম।
আপকামিং এই টিভিএস বাইকে রঙিন TFT স্ক্রিন, মাল্টিপল রাইডিং মোড, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল এবং এবিএস পাওয়া যাবে।
দামের দিক থেকে RTX 300-এর জায়গা হতে পারে KTM 250 অ্যাডভেঞ্চার আর Royal Enfield Himalayan 450-এর মাঝখানে। ফলে মধ্যবিত্ত অ্যাডভেঞ্চার-প্রেমীদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
Photo Credit: bikewale
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.