দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি অটো এক্সপো-তে TVS তাদের নতুন iQube ST 2025 কনসেপ্ট প্রকাশ করা হয়েছে। বাজার চলতি মডেলের তুলনায় এই স্কুটারের রেঞ্জ এবং ফিচার্স আরও উন্নত করা হয়েছে। বর্তমানে, ভারতে কোম্পানির একমাত্র ইলেকট্রিক স্কুটার হল iQube, যা দেশজুড়ে বিক্রির জন্য উপলব্ধ। বিক্রির নিরিখে, এটি দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ইভি টু-হুইলার।
iQube ST 2025 কনসেপ্টের ডিজাইন বর্তমান TVS iQube ST এর অনুরূপ। তবে, iQube ST কনসেপ্টে একটি বিশেষ নীল রঙের পেইন্ট রয়েছে, যা “নর্দার্ন লাইটস” দ্বারা অনুপ্রাণিত এবং দেখতেও বেশ সুন্দর। এই বিশেষ রঙের স্কিমটি চারপাশে সাদা গ্রাফিক্স দ্বারা বেষ্টিত, যা সামগ্রিক লুকিংকে আরও আকর্ষণীয় করে তোলে।
কোম্পানি জানিয়েছে, আইকিউব এসটি ২০২৫ কনসেপ্টটি বর্তমান আইকিউব এসটি মডেলের তুলনায় উন্নত রেঞ্জ প্রদান করে। পাওয়া যাবে ৫.১ কিলোওয়াট আওয়ার ঘণ্টা ব্যাটারি প্যাক, যা ইকো মোডে প্রতি চার্জে ১৫০ কিলোমিটার রিয়েল-ওয়ার্ল্ড রেঞ্জ দিতে সক্ষম। পাশাপাশি, টিভিএস আইকিউব এসটি ২০২৫ কনসেপ্টে কাস্টমাইজেবল টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে, যার সাথে স্মার্টফোন সংযোগ করা যাবে।
এছাড়া পাওয়া যাবে জিওফেন্সিং, নেভিগেশন এবং অন্যান্য রাইডার-এইড বৈশিষ্ট্য। অন্যদিকে, বর্তমান iQube ST ভ্যারিয়েন্টটি সাত ইঞ্চি TFT ইন্সট্রুমেন্ট কনসোল-সহ পাওয়া যায়। যার মধ্যে স্মার্টফোন সংযোগ বৈশিষ্ট্য রয়েছে। এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল/এসএমএস সতর্কতা, জিও-ফেন্সিং এবং ওভারস্পিডিং সতর্কতার মতো বৈশিষ্ট্য উপলব্ধ।
আশা করা হচ্ছে, ভবিষ্যতে iQube রেঞ্জের বৈদ্যুতিক স্কুটারগুলি এই 2025 টিভিএস iQube ST ধারণার উপর ভিত্তি করে তৈরি হবে। তবে, স্কুটারটির কবে লঞ্চ হতে পারে এবং কত দাম হতে পারে তা এখনও নির্ধারণ করা হয়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.