CNG বাইকের পর এবার বাজারে এল CNG স্কুটার। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ (Bharat Mobility Global Expo 2025) ইভেন্টে আত্মপ্রকাশ করল TVS Jupiter CNG স্কুটার। এটি বিশ্বের প্রথম সিএনজি চালিত স্কুটার। টিভিএসের লাইনআপে এটি অন্যতম আকর্ষণীয় টু হুইলার হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রোটোটাইপ স্কুটারে রয়েছে ১.৪ কেজি সিএনজি সিলিন্ডার। এটি যোগ করা হয়েছে স্কুটারের সিটের ঠিক নীচে। এই ট্যাংকটি কভার জন্য একটি প্লাস্টিকের তৈরি প্যানেল ব্যবহার করেছে টিভিএস। মাইলেজ নিয়ে বিরাট দাবি করেছে কোম্পানি। এমনিতেই, সাধারণত পেট্রলের তুলনায় বেশি মাইলেজ দিয়ে থাকে সিএনজি।
TVS Jupiter CNG স্কুটারের মাইলেজ
কোম্পানির দাবি অনুযায়ী, টিভিএস জুপিটার সিএনজি স্কুটারের মাইলেজ ৮৪ কিলোমিটার প্রতি কেজি। এটি পেট্রল মডেলের থেকে অনেকটাই বেশি। তবে এটাই চূড়ান্ত মাইলেজ নয়। স্কুটারে একটি ২ লিটার পেট্রল ট্যাংকও রয়েছে। যার ফিলার নজলটি অবস্থিত সামনের অ্যাপ্রোনে।
বাকি বৈশিষ্ট্য পেট্রল মডেলের অনুরূপ। টিভিএস-এর দাবি, জুপিটার সিএনজি-এর সম্মিলিত মাইলেজ (সিএনজি + পেট্রল) ২২৬ কিলোমিটার। এতে দেওয়া হয়ে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.১ হর্সপাওয়ার এবং ৯.৪ এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।
বর্তমানে এই স্কুটার পরীক্ষাধীন রয়েছে। এখনও এটির চূড়ান্ত মডেল প্রকাশ করা হয়নি। কনসেপ্ট হিসাবে এদিন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে উন্মোচন করা হয়েছে। তবে আশা করা হচ্ছে, শীঘ্রই প্রকাশ হবে স্কুটারের দাম ও বাকি বৈশিষ্ট্য এবং কবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে সেই তারিখ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.