অ্যাক্টিভার পর দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রি হওয়া স্কুটার হল TVS Jupiter। এদিন স্কুটারটির 70 লাখ বিক্রির মাইলফলক অতিক্রম করল কোম্পানি। এই স্কুটারের 71,40,927টি ইউনিট বিক্রি হয়েছে দেশে। এটি শুধু 110 সিসি স্কুটারের বিক্রি। 110 সিসি এবং 125 সিসি মডেলদুটির সম্মিলিত বিক্রি 1 কোটি 10 লাখেরও বেশি। এটি কোম্পানির মোট স্কুটার বিক্রির 62 শতাংশ।
কোম্পানির পোর্টফোলিও সবথেকে বেশি বিক্রি হওয়া টু হুইলার এখন জুপিটার। 2024 অর্থবছরে সবথেকে বেশি ব্যবসা করেছে এই স্কুটার – 8,44,863। এর আগে সর্বোচ্চ বিক্রি হয়েছিল 2018 সালে – 8,10,916। 2024 সালে কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া টু হুইলারও হল জুপিটার।, তারপর রয়েছে XL100 মোপেড (4,81,803), Raider 125 (4,78,443), অ্যাপাচি সিরিজ (3,78,112), Ntorq স্কুটার (3,31,865)।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে, টিভিএস দেশজুড়ে তার শোরুমগুলিতে 7,01,360টি জুপিটার স্কুটার সরবরাহ করেছে, যা 22 শতাংশ বেশি (এপ্রিল-নভেম্বর 2023, 5,65,850টি ইউনিট) এর তুলনায়। 2024 সালের এপ্রিল-নভেম্বর সময়েও জুপিটার তার অন্যান্য মডেলের থেকে অনেক এগিয়ে রয়েছে – NTorq (2,52,698), Raider (2,95,863), Apache (3,08,654) and XL মোপেড (3,58,096)।
অন্যদিকে, টিভিএস মোটর 2014 এবং 2024 অর্থবছরের মধ্যে 80,000টির বেশি জুপিটার স্কুটার বাইরের দেশে রপ্তানি করেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই সাফল্য ধরে রাখতে এবং বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি করতে সাহায্য করেছে টিভিএসের নিয়মিত নতুন ভ্যারিয়েন্ট এবং আপগ্রেড। প্রথম 125 সিসির স্পোর্টি স্কুটার, স্পোর্টি এনটর্কের সাফল্যের পর, টিভিএস 2021 সালের অক্টোবরে জুপিটার 125 মডেল বাজারে আনে। বৃহত্তর এবং আরও শক্তিশালী জুপিটার 125 সিসি মডেলে বৃদ্ধি করা হয় আন্ডার সিট স্টোরেজ।
আবার 2024 সালের আগস্টে, টিভিএস নতুন স্টাইলিং-সহ জুপিটার 110 লঞ্চ করে। যার মধ্যে দেওয়া হয় 113.3 সিসি সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক ইঞ্জিন, যা 8 হর্সপাওয়ার এবং 9.8 এনএম টর্ক তৈরি করতে পারে। তাছাড়া নতুন মডেলটিতে আইগো অ্যাসিস্ট এবং বেশ কয়েকটি প্রথম-শ্রেণীর বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে। 110 সিসির মডেলটি এখন 125 সিসির মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.