দেশের প্রথম ব্লুটুথ সংযোগ যুক্ত ইলেকট্রিক অটো লঞ্চ করল TVS। এটির নাম King EV Max। এই ধরনের আধুনিক যানবাহনে জুড়ি মেলা ভার কোম্পানির। কারণ টিভিএস-ই প্রথম কোম্পানি ছিল, যারা দেশের প্রথম ব্লুটুথ চালিত স্কুটার Ntorq বাজারে এনেছিল। এই অটোর সম্পর্কে যদি বলি, তাহলে এটির দাম শুরু ২.৯৫ লাখ টাকা থেকে। কানেক্ট করা যাবে স্মার্টফোন, রয়েছে গুগল ম্যাপের সুবিধা।
TVS King EV Max রেঞ্জ ও ফিচার্স
টিভিএস কিং ইভি ম্যাক্স ফুল চার্জে ১৭৯ কিলোমিটার যেতে পারে। ০-৮০% চার্জ করতে সময় লাগবে ২ ঘণ্টা ১৫ মিনিট। ফুল চার্জ হতে সময় নেবে সাড়ে তিন ঘণ্টা। ৫১.২ ভোল্ট লিথিয়াম আয়ন এলএফপি প্রযুক্তির ব্যাটারি রয়েছে। মিলবে তিনটি রাইডিং মোড – ইকো, সিটি, পাওয়ার। সর্বোচ্চ গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা। অটোর ভিতর স্পেস বা লাগেজ রুম বাড়ানো হয়েছে, ডিজাইনও আধুনিক।
এলইডি হেডল্যাম্প, স্মার্টফোন কানেক্ট ও নেভিগেশনের মতো সুবিধা অন্তর্ভুক্ত এই তিন চাকায়। ব্যাটারি চালিত এই অটোতে ৬ বছর বা ১ লাখ ৫০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি (যা আগে আসবে) পাওয়া যাবে, সঙ্গে তিন বছর বিনামূল্যে মেইনটেনেন্স। ফ্লিট অপারেটর বা যারা বাণিজ্যিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই তিন চাকা। ঢ
TVS King EV Max দাম
টিভিএস কিং ইভি ম্যাক্স ইলেকট্রিক অটো ২.৯৫ লাখ টাকার লঞ্চ করা হয়েছে ভারতে। মনে রাখবেন, এটি এক্স-শোরুম প্রাইস। প্রাথমিক ভাবে পাওয়া যাবে উত্তর প্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং পশ্চিমবঙ্গে। শীঘ্রই দেশের অন্যান্য রাজ্যে এই বৈদ্যুতিক অটো উপলব্ধ হবে বলে জানিয়েছে টিভিএস মোটর কোম্পানি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.