চলতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ একের পর এক গাড়ি-বাইক লঞ্চ হচ্ছে। পাশাপাশি, বিভিন্ন সংস্থা আগামী দিনে লঞ্চ করার আগে তাদের নতুন মডেল প্রকাশ্যে আনছে। TVS অটো এক্সপো-তে Ronin মোটরসাইকেলের আপডেটেড ভার্সন উন্মোচন করেছে। বর্তমান মডেলটির রিপ্লেসমেন্ট হিসাবে খুব শীঘ্রই লঞ্চ হবে এই বাইক। মার্কেট থেকে পাওয়া ফিডব্যাকের উপর ভিত্তি করে নতুন TVS Ronin একাধিক স্টাইলিং আপডেট পেয়েছে।
TVS Ronin-এর আপডেটেড ভার্সন প্রকাশ হল
TVS Ronin প্রাথমিকভাবে একটি ক্রুজার হিসাবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু নতুন আপগ্রেডের সঙ্গে আরবান স্ট্রিট বাইকে পরিণত হয়েছে এটি। বেশিরভাগ পরিবর্তন বাইকের পেছনের অংশে লক্ষ্য করা যাচ্ছে। আসনটি এখন ছোট৷ পাশাপাশি, পিছনের মাডগার্ডটি পাতলা এবং ছোট করা হয়েছে। টিভিএস বলছে যে, ইঞ্জিন এরিয়া অনেক বেশি ক্লিন ডিজাইন অফার করছে।
টিভিএস রনিন বাইকটির হেডল্যাম্প ইউনিটও নতুন বলে জানা গিয়েছে। পারফরম্যান্স দিক থেকে অবশ্য কোনও আপগ্রেড নেই। আগের মতোই ২২৫ সিসির এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিনে দৌড়বে বাইক। এটি থেকে উৎপন্ন হবে ২০.২ হর্সপাওয়ার ও ১৯.৯৩ এনএম টর্ক। একমাত্র পরিবর্তন বলতে ইঞ্জিনটি ওবিডি-২ নির্গমন বিধি মেনে আপডেট করা হয়েছে।
নতুন টিভিএস রনিন ঠিক কবে ভারতের বাজারে লঞ্চ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মার্চের মধ্যে অফিসিয়াল লঞ্চ হবে বলে আশা করা যায়। বাইকটি একাধিক ভ্যারিয়েন্টে আসবে। নতুন আপডেটের কারণে দাম সামান্য বাড়তে পারে। উল্লেখ্য, বর্তমানে রনিন মোটরসাইকেলের দাম ১.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।