অটোকার

কল্পবিজ্ঞানকেও হার মানাবে TVS-এর নতুন স্কুটার, দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য!

Published on:

Tvs vision iqube concept bharat mobility global expo 2025

ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে প্রদর্শিত হল TVS Vision iQube কনসেপ্ট। গাড়ি মেলায় উপস্থিত সবার নজর কেড়ে নিয়েছে এই টু-হুইলার। ভবিষ্যতের স্টাইলিং, ফিচার্স ও ডিজাইনের কথা মাথায় রেখে এটি এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, যা কল্পবিজ্ঞানের ছবিতে দেখানো দু’চাকার গাড়িকেও হার মানাবে। আগামীদিনে আইকিউব ইলেকট্রিক স্কুটার কেমন দেখতে হতে পারে, মূলত তারই একটি ঝলক দিয়ে রাখল কোম্পানি।

TVS iQube Vision Concept প্রদর্শিত হল অটো এক্সপো-তে

WhatsApp Community Join Now

টিভিএস, চলতি অটো এক্সপো ২০২৫-এ ভিশন আইকিউব কনসেপ্ট উন্মোচন করেছে। যেখানে ভবিষ্যত স্টাইলিং এবং একগুচ্ছ নতুন বৈশিষ্ট্য-সহ একটি স্কুটার তুলে ধরা হয়েছে। আশা করা হচ্ছে, টিভিএস আইকিউবের ভবিষ্যতের রূপগুলিতে এই ডিজাইন ব্যবহার করা হতে পারে। এ কথা বলার অপেক্ষা রাখে না, ভিশন আইকিউব কনসেপ্ট-এ এমন একটি নকশা রয়েছে যা আমরা আগে কখনও দেখিনি। এটিতে বক্সী স্টাইলিং রয়েছে, আকর্ষণীয় চেহারার অ্যাপ্রোন, সামনের লুক, হ্যান্ডেলবারটিও বেশ অনন্য এবং তীক্ষ্ণ চেহারার।

স্কুটারে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৩.৪ কিলোওয়াট আওয়ার। ফুল চার্জে রেঞ্জ ১৫০ কিলোমিটার দাবি করেছে টিভিএস। এছাড়া চালকেরা অতিরিক্ত ১ কিলোওয়াট ক্ষমতার দুটি ব্যাটারি যোগ করতে পারেন স্কুটারে, যা রেঞ্জ বৃদ্ধি করবে ৪০-৫০ কিলোমিটার। সামনে রয়েছে একটি বড় ডিসপ্লে, যেখানে সমস্ত স্মার্ট ফিচার্স উপস্থিত।

ফিচার্সের দিক দিয়ে টিভিএস ভিশন আইকিউব কনসেপ্ট স্কুটারে প্রচুর চমক রয়েছে। তবে হেডল্যাম্প ইউনিটটিতে আইকিউবের একটি প্রতীক রয়েছে, যা সামগ্রিকভাবে একে প্রিমিয়াম স্পর্শ দিয়েছে। ডিজাইন করা বডি প্যানেল এবং ছোট দেখতে সিটও, সামগ্রিকভাবে স্কুটারটিকে সত্যিই একটি সুন্দর রূপে তুলে ধরেছে।

সবশেষে, iQube Vision Concept মডেলটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল, ভাসমান বাটনগুলি। এগুলি দেখতে বেশ অভিনব ও স্কুটারটির ভবিষ্যৎ চেহারাকে আরও নজরকাড়া করে তোলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন