২০২৪ সালের ভালো-মন্দ কাটিয়ে ২০২৫ সালের গাড়ি বাজার একগুচ্ছ নতুন SUV ও স্পোর্টস কার দিয়ে ভরাতে চলেছে কোম্পানিগুলি। আগামী মাসে লঞ্চ হতে চলেছে একাধিক সেরা মডেল, যা দেখে চোখ ধাঁধিয়ে যাবে আপনার। অটোমোবাইল বাজার চাঙ্গা করে তুলতে বদ্ধ পরিকর গাড়ি নির্মাতাগুলি। এর জন্য ক্রেতাদের পছন্দমতো ডিজাইন ও ফিচার্স ভরপুর চার চাকা লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারিতে।
কম্প্যাক্ট গাড়ির প্রতি দারুন সাড়া পাওয়া গিয়েছে বাজারে। ফেব্রুয়ারিতে সেরকমই একটি মডেল আনছে দক্ষিণ কোরিয়ার কিয়া, নাম সাইরোস। এটি একটি SUV। থাকবে ১ লিটার টার্বো পেট্রল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের বিকল্প। ১২.৫ ইঞ্চি টাচস্ক্রিন-সহ গুচ্ছের ফিচার্স পাওয়া যাবে এই চার চাকায়। মাইলেজ পাওয়া যাবে ১৭.৬ – ২০.৭ কিমি প্রতি লিটার। দাম শুরু হতে পারে ১০ লক্ষ টাকা থেকে।
জার্মান ব্র্যান্ড অডি আনছে নতুন স্পোর্টস কার RS Q8 Performance মডেল। এই গাড়িতে রয়েছে ৪ লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন, যা ৬৪০ হর্সপাওয়ার এবং ৮৫০ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িটি মাত্র ৩.৬ সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। সর্বোচ্চ গতি ৩০৫ কিমি প্রতি ঘণ্টা। এতে রয়েছে ৪৮ ভোল্ট মাইল্ড হাইব্রিড সিস্টেমও। দেশে গাড়ির দাম শুরু হতে পারে ১.৬ কোটি টাকা থেকে।
ব্রিটিশ ব্র্যান্ড অ্যাস্টন মার্টিন আনছে নতুন গাড়ি ভ্যানকুইশ। এতে ৫.২ লিটার টুইন টার্বো V12 ইঞ্জিন রয়েছে, যা সর্বাধিক ৮৩৫ হর্সপাওয়ার এবং ১০০০ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িটি ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি অতিক্রম করতে সময় নেয় মাত্র ৩.২ সেকেন্ড। ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ADAS সিস্টেম-সহ ফাটাফাটি সব আধুনিক ফিচার্স রয়েছে গাড়িতে। এই চার চাকার দাম শুরু হতে পারে ৬ কোটি টাকা থেকে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.