২০২৪-২০২৫ অর্থবর্ষের শেষ মাসে একগুচ্ছ নতুন টু-হুইলার আনার পরিকল্পনা করছে কোম্পানিগুলি। প্রিমিয়াম স্পোর্টস বাইক থেকে রয়েছে ইলেকট্রিক স্কুটার। বিশ্বের বৃহত্তম দু’চাকার বাজার ভারত। গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে নতুন মডেলের হাত ধরে বাজার মাতাতে আসছে বাজাজ, রয়্যাল এনফিল্ড ও ডুকাটির মতো জনপ্রিয় কোম্পানিগুলি।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ টুইন লঞ্চ হতে পারে মার্চে। এই বাইকে পাওয়া যাবে ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। ক্লাসিক ৩৫০ এর আপডেটেড ও বড় সংস্করণ হিসাবে লঞ্চ হতে পারে এই ক্রুজার বাইক। দাম থাকতে পারে শটগান ৬৫০ এবং সুপার মিটিওর ৬৫০ এর মাঝামাঝি।
হিরো মটোকর্পের অ্যাডভেঞ্চার বাইক Xpulse 210 এবং দুটি স্কুটার Xoom 125 এবং 160 সিসি মডেলের ডেলিভারি শুরু হতে পারে মার্চ থেকে। ইতিমধ্যে এই বাইক ও স্কুটারগুলি অটো এক্সপো গাড়ির মেলায় লঞ্চ করে ফেলেছে কোম্পানি। Xoom 160 দেশের হিরোর প্রথম অ্যাডভেঞ্চার স্কুটার হতে চলেছে, যার উপর নজর থাকবে বাইক-প্রেমীদের।
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের আরও সস্তা ভ্যারিয়েন্ট “৩৫০৩” লঞ্চ হতে পারে চলতি মাসে। ইতিমধ্যে ৩৫০১ এবং ৩৫০২ ভ্যারিয়েন্ট লঞ্চ করে ফেলেছে কোম্পানি। এবার স্কুটারের আরও কম দামি মডেল আনার প্রস্তুতি করছে বাজাজ অটো।
বর্তমানে, বাজারে TVS দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে – iQube এবং X। এবার তালিকায় তৃতীয় মডেল যোগ করতে চলেছে টিভিএস, যা দেখা যেতে পারে মার্চেই। এই স্কুটার সম্পর্কিত খুব বেশি তথ্য প্রকাশ করেনি কোম্পানি।
৫ মার্চ লঞ্চ হবে ২০২৫ ডুকাটি প্যানিগালে ভি৪ স্পোর্টস বাইক। হাই-পারফরম্যান্সের জন্য এই মোটরসাইকেলে পাওয়া যাবে ১১০৩ সিসি ইঞ্জিন, যা ইউরো৫+ নির্গমন বিধি মেনে আসবেএবং সর্বাধিক ২১৪ হর্সপাওয়ার ও ১২০ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে, সঙ্গে মিলবে ছয় গতির গিয়ার ও কুইকশিফটার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.