অটোকার

রয়েছে মারুতির সঙ্গে যোগসূত্র, গাড়ি বাজারে কি বিপ্লব ঘটাবে ভারতের প্রথম সোলার ইভি?

Published on:

vayve-eva-solar-electric-car-maruti-suzuki-connection-india

সূর্যের শক্তি দিয়ে চার্জ হবে গাড়ি। গত সপ্তাহে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে দেশের প্রথম সোলার গাড়ি এনেছে Vayve Mobility। ৩.২৫ লাখ টাকায় লঞ্চ হয়েছে Eva, যা এই মুহূর্তে ভারতের একমাত্র সৌর চালিত যাত্রীবাহী গাড়ি। শুনবে অবাক হবেন, এই গাড়ির সঙ্গে Maruti Suzuki-এর একটি যোগসূত্রও রয়েছে।

Vayve EVA ও Maruti Suzuki এর যোগসূত্র

WhatsApp Community Join Now

তথ্যের খাতিরে আপনাদের জানিয়ে রাখি, Vayve Mobility কোম্পানির রিসার্চ ও ডেভেলপমেন্ট বিভাগে মেন্টর হিসাবে কর্মরত রয়েছেন আইভি রাও। যিনি জীবনের ৩৬টা বছর কাটিয়েছেন মারুতি সুজুকিতে। Eeco, Ertiga, Swift, WagonR এর মতো একাধিক গাড়ির রিসার্চ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বর্তমানে, দেশের প্রথম সৌর চালিত গাড়ি Vayve EVA এর দায়িত্বে রয়েছেন আইভি রাও।

Vayve EVA : ফিচার্স

তিনটি আলাদা ব্যাটারিতে পাওয়া যাবে এই গাড়ি – ৯ কিলোওয়াট, ১২.৬ কিলোওয়াট এবং ১৮ কিলোওয়াট আওয়ার। গাড়ি ফুল চার্জে ১২৫-২৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। গাড়ির সোলার প্যানেল বছরে ৩০০০ কিলোমিটার পর্যন্ত ফ্রি রেঞ্জ সরবরাহ করবে। অনেকগুলি রঙে পাওয়া যাবে। মিলবে ফাস্ট চার্জিং, ভেহিকেল ডায়াগনস্টিক, স্মার্টফোন কানেকশন-সহ একাধিক সুবিধা।

কিছু সুবিধা/অসুবিধা রয়েছে

এর আগে MG Comet ছিল সবথেকে সস্তা ইভি, ৪.৯৯ লাখ টাকা। ব্যাটারি সাবস্ক্রিপশন পরিষেবার মাধ্যমে Vyave EVA এর ১৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্ট মিলবে ৪.৪৯ লাখে। যেখানে রেঞ্জ পাওয়া যাবে ২৫০ কিলোমিটার ও ফাস্ট চার্জিং। যদি সাবস্ক্রিপশন না নিয়ে সম্পূর্ণ গাড়ির মালিক হতে চান তাহলে দাম দিতে হবে ৫.৯৯ লাখ টাকা। যা Comet EV এর তুলনায় ১ লাখ টাকা বেশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন