আসন্ন Bharat Mobility এক্সপো-তে তিনটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ভিয়েতনামের Vinfast। এই গাড়িগুলি হল – VF7, VF8 এবং VF 9। এ মাসে আয়োজন করা হবে বহু প্রতীক্ষিত গাড়ি-বাইক শো ভারত মোবিলিটি 2025। সেখানেই এই তিন SUV আত্মপ্রকাশ করা হবে। উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে তামিলনাড়ুতে কারখানার কাজ শুরু করেছে ভিনফাস্ট। এদিন ইভি লাইনআপের একটি টিজার প্রকাশ করেছে কোম্পানি।
লাইনআপের শীর্ষে রয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ ইলেকট্রিক SUV গাড়ি VinFast VF 9। দৈর্ঘ্যে ৫ মিটারের কিছু বেশি। VF 9 বিশ্বব্যাপী দুটি ভ্যারিয়েন্টের উপলব্ধ – Eco এবং Plus। উভয় মডেলেই 123 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে, যা প্রতি চার্জে 531 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। গাড়িতে রয়েছে ডুয়াল ইলেকট্রিক মোটর এবং একটি অল-হুইল-ড্রাইভ (AWD) সেটআপ, যা 402 হর্সপাওয়ার এবং 620 এনএম টর্ক উৎপন্ন করে। এটি 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় 6.6 সেকেন্ড এবং সর্বোচ্চ গতি 200 কিলোমিটার প্রতি ঘণ্টা।
VF 8 হল একটি মাঝারি আকারের ক্রসওভার SUV। দৈর্ঘ্য 4.7 মিটারের কিছুটা বেশি। এটি Eco এবং Plus দুই ভ্যারিয়েন্টে পাওয়া যায়। রয়েছে 87.7 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। প্রতি চার্জে 412 কিলোমিটার রেঞ্জ অফার করে থাকে। VF 9 এর মতো, VF 8 এও পাওয়া যাবে AWD-সহ ডুয়াল মোটর রয়েছে, যা Eco ভ্যারিয়েন্টে 349 হর্সপাওয়ার ও 500 এনএম টর্ক এবং Plus ভ্যারিয়েন্টে 620 এনএম টর্ক উৎপন্ন করে। VF 8 মাত্র 6.6 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে।
গাড়ির দৈর্ঘ্য 4.5 মিটারের কিছু বেশি। এই গাড়িটিও Eco এবং Plus ভ্যারিয়েন্টে উপলব্ধ। ইকো মডেলের সামনের একটি সিঙ্গেল মাউন্টেড মোটর রয়েছে যা 201 হর্সপাওয়ার এবং 310 এনএম টর্ক সরবরাহ করে। অন্যদিকে প্লাসে AWD-সহ ডুয়াল মোটর রয়েছে যা 348 হর্সপাওয়ার এবং 500 এনএম টর্ক উৎপন্ন করে। উভয় ভ্যারিয়েন্টে রয়েছে 75.3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা প্রতি চার্জে 450 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.