চীনা স্মার্টফোন জায়েন্ট শাওমি তাদের সবচেয়ে প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করল। নতুন এই মডেলের নাম Xiaomi SU7 Ultra। উচ্চ-ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক সেডান দাম ৫২৯,৯০০ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৩.৫০ লক্ষ টাকার সমান। এটি মাত্র ১.৯৮ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘন্টা গতিতে পৌঁছাতে পারে এবং সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৩৫০ কিমির বেশি, ফলে দ্রুততম চার-দরজার প্রোডাকশন গাড়ির তকমা পেয়েছে।
শাওমি এসইউ৭ আল্ট্রা পাওয়ার এবং প্রযুক্তির দিক থেকে দুনিয়ার তাবড় তাবড় গাড়িগুলিকে পিছনে ফেলেছে। এতে সুপার থ্রি-মোটর সিস্টেম রয়েছে, যা ডুয়াল অল-হুইল-ড্রাইভ লেআউট দিয়ে সজ্জিত। এটি সর্বোচ্চ ১,৫৪৮ পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম। ভি৮ মোটর ২৭,২০০ আরপিএম পর্যন্ত ঘুরতে পারে। ফলে অসাধারণ অ্যাক্সিলারেশন নিশ্চিত করে।
শাওমির নতুন ইলেকট্রিক গাড়ি মাত্র ৫.৮৬ সেকেন্ডে ০-২০০ কিমি/ঘন্টা গতিতে চলে এবং ৯,২৩ সেকেন্ডে এক কোয়ার্টার মাইল অতিক্রম করে। ফুল চার্জে ৬২০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। এতে হাই-ভোল্টেজ চার্জিং সিস্টেম থাকছে, যা মাত্র ১১ মিনিটে ১০% থেকে ৮০% চার্জ করার সুযোগ দেয়।
শাওমি এসইউ৭ আল্ট্রা হাই-টেক ফিচার্সে সমৃদ্ধ৷ এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ হাইপারওএস স্মার্ট কেবিন, স্ন্যাপড্রাগন ৮২৯৫ চিপ প্ল্যাটফর্ম, ট্র্যাক পারফরম্যান্স বিশ্লেষণের জন্য রেসট্র্যাক মাস্টার অ্যাপ, ২৫-স্পিকার সার্উন্ড সাউন্ড সিস্টেম, ম্যাসাজ ফাংশন সহ স্পোর্টস সিট, ট্র্যাক-অপ্টিমাইজড কুলিং সিস্টেম এবং ব্রেকিং সিস্টেম, উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন অ্যাডাপ্টিভ ড্যাম্পার এবং ডুয়াল-চেম্বার এয়ার স্প্রিং রয়েছে।
এছাড়াও, গাড়িটিতে ডুয়াল ৫০ ওয়াট ওয়্যারলেস ফোন চার্জার, ২১টি স্থানে কার্বন ফাইবার উপাদান, এবং ২৪ ক্যারাট গোল্ড কার্বন ফাইবার এমব্লেম রয়েছে। পাঁচটি আকর্ষণীয় রঙ উপলব্ধ, যা ক্লাসিক, লাক্সারি এবং স্পোর্টস থিমে বিভক্ত। ক্রেতারা কালজয়ী লুকের জন্য অবসিডিয়ান ব্ল্যাক এবং পার্ল হোয়াইট, লাক্সারির জন্য স্পেস সিলভার এবং প্যারট গ্রিন, এবং রেসিং পছন্দ করলে লাইটনিং ইয়েলো বেছে নিতে পারবেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.