রাস্তায় চলতে দেখা গেল Yamaha ইলেকট্রিক স্কুটারকে, ভারতে লঞ্চ আসন্ন

জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড Yamaha শীঘ্রই ভারতে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। সংস্থাটি ইতিমধ্যেই বেঙ্গালুরু-ভিত্তিক ইভি স্টার্টআপ রিভার মোবিলিটির সাথে এই লক্ষ্যে হাত মিলিয়েছে। ২০২৪ সালের শুরুর দিকে ইয়ামাহা ও রিভার মোবিলিটির মধ্যে প্রায় ৩৩৫ কোটি টাকার (৪ কোটি মার্কিন ডলার) চুক্তি হয়। জানা গেছে, রিভার ইন্ডির প্ল্যাটফর্ম ব্যবহার করে ইয়ামাহা একটি নতুন বৈদ্যুতিক স্কুটার (Yamaha Electric Scooter) লঞ্চ করতে চলেছে।

সম্প্রতি রাস্তায় ইয়ামাহার এই বৈদ্যুতিক স্কুটারকে পরীক্ষামূলকভাবে চালাতে দেখা গেছে। যার ভিত্তিতে বলা যায়, নতুন স্কুটারে রিভার ইন্ডি-র চ্যাসিস ও পাওয়ারট্রেইন থাকলেও, এর বাহ্যিক ডিজাইনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নতুন মডেলে কিছুটা উঁচুতে বসানো টেইল ল্যাম্প, নতুন সাইড প্যানেল এবং একদম নতুনভাবে ডিজাইন করা ফ্রন্ট অ্যাপ্রন উপস্থিত থাকবে, যার মধ্যে পাওয়া যাবে উল্লম্বভাবে অবস্থিত হেডল্যাম্প। তবে এতে রিভার ইন্ডি-র মতোই ১৪ ইঞ্চির চাকা ও ৬ ইঞ্চির রঙিন টিএফটি ডিসপ্লে দেওয়া হবে।

ইয়ামাহার স্কুটারটির অফিসিয়াল স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে আশা করা যায় যে, এর পারফরম্যান্স রিভার ইন্ডি-র মতো হবে। রিভার ইন্ডি-তে ৪ কিলোওয়াট ঘণ্টা ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা একবার চার্জে প্রায় ১২০ কিমি পর্যন্ত রেঞ্জ অফার করে। এতে রয়েছে ৬.৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটর, যা সর্বোচ্চ ২৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে এবং মাত্র ৩.৯ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা স্পিড তুলতে পারে।

ইয়ামাহার এই নতুন ইলেকট্রিক স্কুটারটি রিভারের বেঙ্গালুরুর কারখানায় উৎপাদিত হবে। শীঘ্রই এর উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এবং চলতি বছরের শেষের দিকে এটি ভারতের বাজারে লঞ্চ হবে।

Photo Credit: Autocarindia