ইয়ামাহা মোটর ইন্ডিয়া ভারতে আজ Yamaha Fascino 125 Fi Hybrid 2025 স্কুটার লঞ্চ করল। আপডেট মডেলে বেশ কয়েকটি নতুন ফিচার ও আধুনিক টেকনোলজি পাওয়া যাবে। এটি নতুন কালার অপশনেও এসেছে। স্কুটারটির দাম শুরু হয়েছে ৮০,৭৫০ টাকা থেকে (এক্স-শোরুম দিল্লি)। এর সবচেয়ে টপ মডেল Fascino S 125 স্কুটারে আছে নতুন TFT ইন্সট্রুমেন্ট কনসোল ও ব্লুটুথ কানেক্টিভিটি। আর এই মডেলের দাম পড়বে ১.০৩ লক্ষ টাকা।
ইয়ামাহার দাবি, নতুন Fascino 125 স্কুটারে ‘এনহ্যান্স পাওয়ার অ্যাসিস্ট’ ফিচার পাওয়া যাবে। সহজ ভাষায় বললে, মডেলটি এখন আগের চেয়ে দ্রুত অ্যাক্সিলারেশন দেবে। এছাড়া এতে হাই-পারফরম্যান্স ব্যাটারি দেওয়া হয়েছে, যা কিছুটা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত টর্ক সরবরাহ করবে। আর আগের মতোই এতে আছে স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তি, যেকারণে স্কুটারটি প্রায় নিঃশব্দে স্টার্ট হবে। সঙ্গে পাওয়া যাবে স্টার্ট/স্টপ সিস্টেম, যা জ্বালানি সাশ্রয়ে সাহায্য করবে।
আপডেটেড Yamaha Fascino 125 Fi Hybrid 2025 স্কুটারের বড় আকর্ষণ নতুন TFT ডিসপ্লে কনসোল। এতে ব্লুটুথ কানেক্টিভিটি উপস্থিত। আর ওয়াই-কানেক্ট মোবাইল অ্যাপের মাধ্যমে এতে পাওয়া যাবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এছাড়া গুগল ম্যাপস সাপোর্ট থাকায় রিয়েল-টাইম ডাইরেকশন, রাস্তার নাম, এমনকি ইন্টারসেকশন অ্যালার্টও মিলবে।
নতুন Fascino 125 S ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ম্যাট গ্রে কালারে। আর ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট এসেছে মেটালিক লাইট গ্রিন কালার অপশনে। এদিকে ড্রাম ব্রেক সহ বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে মেটালিক হোয়াইট কালার অপশনে।
ইয়ামাহার এই স্কুটারে ১২৫ সিসি এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ব্লু কোর হাইব্রিড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা E20 ফুয়েল কম্প্যাটিবল। এটি ৮ বিএইচপি পাওয়ার ও ১০.৩ এনএম টর্ক জেনারেট করতে পারবে, সাথে থাকবে CVT অটোমেটিক গিয়ারবক্স। এর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন উপস্থিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.