অটোকার

Yamaha আনছে হাইব্রিড প্রযুক্তির দুই নতুন মোটরসাইকেল, লঞ্চের আগেই ফাঁস ফিচার্স

Published on:

Yamaha FZ s and fz x launching soon with hybrid tech tft display in india

নতুন বছর শুরু হতেই বাইকে আপডেট দেওয়ার কাজে নেমে পড়ল ইয়ামাহা। জাপানি টু-হুইলার জায়ান্টটি খুব শীঘ্রই ভারতে তাদের দুই জনপ্রিয় মোটরসাইকেল, FZ S এবং FZ X এর নতুন মডেল লঞ্চ করবে। জনসমক্ষে আনার আগে ডিলারদের একটি ইভেন্টে বাইক দুটির উপর থেকে পর্দা সরানো হয়েছে। অনলাইনে ফাঁস হওয়া ছবি থেকে এদের নতুন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানা গিয়েছে।

Yamaha FZ S ও FZ X পাচ্ছে হাইব্রিড প্রযুক্তি

Yamaha FZ S ও FZ X এর আপডেটেড মডেলে প্রথমেই নাম আসবে হাইব্রিড টেকনোলজির। যা কয়েক বছর আগেই Fascino 125 এবং Ray ZR 125 স্কুটারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আসলে একটি হাইব্রিড সিস্টেমে যেখানে স্মার্ট মোটর জেনারেটর (SMG) রয়েছে, যা ব্যাটারি চার্জ করে এবং দ্রুত পিকআপের জন্য ইঞ্জিনের সাথে কাজ করে।

WhatsApp Community Join Now

ইয়ামাহার এই প্রযুক্তির সুবিধা হল, সাইলেন্ট ইঞ্জিন স্টার্টিং এবং আইডলিং ইঞ্জিন স্টার্ট-স্টপ ফাংশন। আবার এনার্জি এফিশিয়েন্সির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা নেয়। FZ S ও FX উভয় বাইকই নতুন TFT স্ক্রিন পাবে। যেখানে বর্তমান মডেলে LCD ডিসপ্লে উপলব্ধ। নতুন স্ক্রিন গুরুত্বপূর্ণ তথ্য দেখানো ছাড়াও, ব্লুটুথ সংযোগ এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন অফার করবে।

ইয়ামাহা এফজেড এস ছয়টি নতুন কালার অপশনে লঞ্চ হবে। অন্যদিকে, এফজেড এক্স আসবে চারটি নতুন রঙে। জানিয়ে রাখি, ইয়ামাহা এফজেড এস মডেলটি মূল্য 1,30,700 লক্ষ টাকা থেকে শুরু। আর এফজেড এক্স এর দাম 1,40,500 (এক্স-শোরুম)। অনুমান, আপডেটেড ভার্সনের দাম 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন