স্টাইলিশ ডিজাইন ও নতুন কালার সহ Yamaha FZ-S FI 2025 বাইক লঞ্চ হল, দাম কত

Yamaha ভারতে FZ-S FI বাইকের 2025 মডেল নিয়ে হাজির হল। নতুন মডেলের দাম কিছুটা বেশি রাখা হয়েছে। এছাড়া Yamaha FZ-S FI মোটরসাইকেলের ডিজাইনে সামান্য পরিবর্তন আনা হয়েছে এবং এটি ম্যাট ব্ল্যাক, আইস ফ্লু-ভর্মিলিয়ন, মেটালিক হোয়াইট এবং সাইবার গ্রিন সহ বেশ কয়েকটি নতুন কালারে পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।
Yamaha FZ-S FI 2025 বাইকের দাম কত
ভারতীয় বাজারে 2025 ইয়ামাহা FZ-S FI এর এক্স-শোরুম দাম 1,34,800 টাকা রাখা হয়েছে। নতুন মডেলের দাম FZ-S FI এর পুরানো মডেলের থেকে 3,600 টাকা বেশি।
Yamaha FZ-S FI 2025 এর ইঞ্জিন ও ফিচার
পাওয়ারট্রেন হিসেবে 2025 ইয়ামাহা FZ-S FI মডেলে 149 সিসির সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন আছে যা 112 বিএইচপি পাওয়ার এবং 13.3 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সাথে 5-স্পিড গিয়ারবক্স যুক্ত আছে।
নতুন বাইকে 140-সেকশনের বড় রিয়ার টায়ার, সিঙ্গেল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, Y-কানেক্টের সাথে সম্পূর্ণ ডিজিটাল ক্লাস্টার এবং LED হেডলাইট রয়েছে।