Yamaha আজ ভারতে তাদের প্রথম হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল, FZ-S FI Hybrid আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা করল। বাইকটি জানুয়ারিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ইভেন্টে প্রথম আত্মপ্রকাশ করেছিল। আর এদিন দাম প্রকাশ হল। এটি দেশের বাজারে কিনতে ১,৪৪,৮০০ টাকা (এক্স-শোরুম) খরচ হবে। ইয়ামাহা দুটি কালার অপশনে বাইকটি অফার করছে – রেসিং ব্লু এবং সায়ান মেটালিক গ্রে। নতুন মডেলের ডিজাইনে কিছু পরিবর্তনের পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে আপগ্রেড রয়েছে।
ইয়ামাহা এফজেড-এস এফআই হাইব্রিড তার পরিচিত পেশীবহুল চেহারা ধরে রেখেছে, কিন্তু ডিজাইনে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের কভারের ধার এখন আরও তীক্ষ্ণ। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, এয়ার ইনটেক এরিয়ায় সামনের টার্ন সিগন্যালের অবস্থান, যা মোটরসাইকেলটিকে আরও ক্লিন লুকস দিয়েছে।
বাইকটির সবচেয়ে বড় আপডেটগুলির মধ্যে অন্যতম হল একটি নতুন ৪.২-ইঞ্চি রঙিন টিএফটি ডিসপ্লে, যা কল এবং নোটিফিকেশন এলার্ট, মিউজিক প্লেব্যাক কন্ট্রোলের মতো স্মার্ট কানেক্টিভিটি ফিচার্স অফার করে। আরও ভালো ভাবে ব্যবহারের জন্য সুইচগিয়ার পুনঃস্থাপিত করা হয়েছে। এছাড়া, হ্যান্ডেলবারের অবস্থানও বদলানো হয়েছে এবং সহজে অ্যাক্সেস করার জন্য হর্ন সুইচটি নতুন ভাবে বসানো হয়েছে।
ইয়ামাহা এফজেড-এস এফআই হাইব্রিড স্ট্যান্ডার্ড মডেলের মতোই ১৪৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত। এটি ১২.৪ হর্সপাওয়ার এবং ১৩.৩ এনএম টর্ক উৎপন্ন করে। বাইকটির সবচেয়ে বড় আপগ্রেড হল ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG), যা ভারতে কোম্পানির মোটরসাইকেলের জন্য প্রথম। এটি একটি স্মার্ট মোটর জেনারেটর (SMG)-এর সাথে কাজ করে, যা ব্যাটারি চার্জ করে এবং দ্রুত পিক আপের জন্য হালকা টর্ক বুস্ট প্রদান করে।
ট্রাফিকে দাঁড়ানো অবস্থায় বা ওভারটেক করার সময় এই বৈশিষ্ট্য বিশেষভাবে কার্যকরী। ভারতে বিক্রিত ইয়ামাহার প্রতিটি স্কুটারে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া, অন্যান্য জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির মধ্যে রয়েছে স্টার্ট/স্টপ ফাংশনালিটি এবং সাইলেন্ট স্টার্ট সিস্টেম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.