নতুন প্রযুক্তির বাইক হাজির করল Yamaha। গতকাল দিল্লিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 ইভেন্টে FZ-S মোটরসাইকেলটির হাইব্রিড সংস্করণের উপর থেকে পর্দা সরিয়েছে কোম্পানি। এই বাইকে রয়েছে বিশেষ ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG)। এই মুহূর্তে দেশের হাইব্রিড গাড়ি দেখা গেলেও, হাইব্রিড বাইক এই প্রথম। যদিও CNG এবং ফ্লেক্স ফুয়েল (ইথানলে চলে) চালিত মোটরসাইকেল রয়েছে।
এই বাইকে হাইব্রিড প্রযুক্তিটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর বা আইএসজি (ISG)-এর মাধ্যমে পরিচালিত হবে, যা Yamaha এবং TVS স্কুটারে রয়েছে। এটি বাইকের ম্যাক্সিমাম আউটপুট অর্জনের জন্য একটি ছোট বৈদ্যুতিক বুস্ট প্রদান করে। FZ-S-এ আরও দুটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে : স্টার্ট/স্টপ টেক এবং সাইলেন্ট স্টার্ট।
এই বাইকে অন্যান্য ফিচার্স রয়েছে, যেমন – সাইলেন্ট স্টার্ট, স্টার্ট/স্টপ প্রযুক্তি এবং একটি ব্লুটুথ-কানেক্টেড TFT ডিসপ্লে। Yamaha FZ-S হাইব্রিড হল ভারতের প্রথম বাইক যেখানে এই সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। এতে দেওয়া হয়েছে এয়ার-কুলড, ১৪৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১২.৪ হর্সপাওয়ার এবং ১৩.৩ এনএম শক্তি উৎপন্ন করে।
ইয়ামাহা এফজেড-এস হাইব্রিড বাইকের অন্যান্য পরিবর্তনগুলি হল, একটি রঙিন TFT ডিসপ্লে সংযোজন, যা কল/নোটিফিকেশন অ্যালার্ট, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ অফার করে৷ এছাড়াও, অতিরিক্ত ফাংশন নিয়ন্ত্রণের জন্য নতুন সুইচগিয়ারের মতো বৈশিষ্ট্য নিয়ে এসেছে।
ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডের LED ইন্ডিকেটরগুলি ট্যাঙ্ক এক্সটেনশনের নকল এয়ার ভেন্টগুলিতে উপস্থিত রয়েছে। বাইকের বৈশিষ্ট্য অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, বর্তমানে, যে FZ-S V4 এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট বিক্রি হয় তার দাম ১,৩০,৭০০ টাকা এবং DLX ভ্যারিয়েন্টের দাম ১,৩১,২০০ টাকা। হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম শীঘ্রই প্রকাশ করতে পারে কোম্পানি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.