গ্যাজেট

১৫ হাজার টাকার কমে এসার লঞ্চ করল নতুন ল্যাপটপ, রয়েছে ৮ জিবি র‌্যাম

Published on:

Acer Aspire 3 2025 with intel celeron n4500 processor launched in india price specifications

আপনি যদি ভেবে থাকেন নতুন ল্যাপটপ কিনতে অনেক টাকা খরচ করতে হবে, তাহলে এই ভাবনা ভুল। আসলে এসার সম্প্রতি সাশ্রয়ী মূল্যে ভারতে নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। যার নাম Acer Aspire 3 (2025)। এটি এখন অর্ডার করা যাবে। এই ল্যাপটপটি শিক্ষার্থী এবং সাধারণ ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।

Acer Aspire 3 (2025) এর ফিচার ও স্পেসিফিকেশন

এসার অ্যাস্পায়ার ৩ ল্যাপটপে ১১.৬ ইঞ্চির এইচডি এসার কমফিভিউ এলইডি ব্যাকলিট এলসিডি ডিসপ্লে আছে, যা দুর্দান্ত ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। এই নোটবুকে ইন্টেল এইচডি গ্রাফিক্স সহ ইন্টেল সেলেরন এন৪৫০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম সহ এসেছে এবং এর র‌্যাম ক্ষমতা ১৬ জিবি পর্যন্ত আপগ্রেড করা যেতে পারে।

WhatsApp Community Join Now

এসার অ্যাস্পায়ার ৩ ল্যাপটপে ফাইল এবং অ্যাপের জন্য পিসিআই এনভিএমই এসএসডি স্টোরেজ আছে। এই ল্যাপটপে আছে ৩৮ ওয়াট লি-আয়ন ব্যাটারি, যা দীর্ঘ ব্যাকআপ প্রদান করে। এছাড়াও, ৭২০পি এইচডি ওয়েবক্যাম এবং ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত।

কানেক্টিভিটির কথা বললে, নতুন এসার ল্যাপটপে তিনটি ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার আছে।

Acer Aspire 3 (2025) এর ভারতে দাম

এসার অ্যাস্পায়ার ৩ ল্যাপটপটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এটি তিনটি স্টোরেজ বিকল্পে এসেছে। এটি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এর দাম শুরু হয়েছে ১৫,৯৯০ টাকা থেকে। তবে এটি ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে ১৪,৯৯০ টাকায় কেনা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন