অফিসের কাজ বা সিনেমা দেখার জন্য ট্যাবলেট খুঁজছেন? Acer Iconia Tab iM11 আপনার জন্য লঞ্চ হল

স্মার্টফোনের পর এসার ভারতে লঞ্চ করল তাদের নতুন ট্যাবলেট Acer Iconia Tab iM11। এর দাম শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে। এই ট্যাবে আছে মিডিয়াটেক হেলিও চিপসেট, ৪৫০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ৭৪০০ এমএএইচ ব্যাটারি ও ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ট্যাবটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ও একটি কালার অপশনে এসেছে। আসুন Acer Iconia Tab iM11 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Acer Iconia Tab iM11 এর ভারতে দাম ও লভ্যতা
এসার আইকোনিয়া ট্যাব আইএম১১ এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২২,৯৯০ টাকা। ট্যাবটি নীল রঙে পাওয়া যাবে এবং ১৫ জুলাই থেকে দেশের বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে বিক্রি শুরু হবে।
Acer Iconia Tab iM11 এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও পারফরম্যান্স
Acer Iconia Tab iM11 ট্যাবের সামনে দেখা যাবে ১১.৪৫ ইঞ্চি ২.২কে আইপিএস ডিসপ্লে, যা ৪৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট।
মেমোরি ও ব্যাটারি
Acer এর এই ট্যাবটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ট্যাবটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা টানা ১০ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে দেবে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা ও কানেক্টিভিটি
ছবি তোলা বা ভিডিও কল করার জন্য Acer Iconia Tab iM11 ট্যাবলেটে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সামনের দিকে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ফেস আনলক সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর কানেক্টিভিটি অপশনে আছে ইউএসবি-সি পোর্ট, OTG সাপোর্ট, অডিও কম্বো জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২।