সিইএস 2025 টেক শো ইভেন্টে অ্যামাজফিট তাদের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল। সংস্থার নতুন এই ওয়াচের নাম Amazfit Active 2। এটি আপাতত আমেরিকায় পাওয়া যাবে। এতে 44 মিমি স্টেইনলেস স্টিল কেস, 1.32-ইঞ্চি গোলাকার ডিসপ্লে এবং 160 টিরও বেশি প্রিসেট ওয়ার্কআউট মোড উপস্থিত। এই ওয়াচে বায়োট্র্যাকার 6.0 পিপিজি বায়োসেন্সরও পাওয়া যাবে। এটি সঠিক হার্ট রেট এবং স্লিক সাইকেল ট্র্যাকিং অফার করে। Amazfit Active 2 ফুল চার্জে 10 দিন পর্যন্ত চলবে।
অ্যামেজফিট অ্যাক্টিভ 2 এর সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 99 ডলার (প্রায় 8600 টাকা)। আবার এর লেদার স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম 129.99 ডলার (প্রায় 11,100 টাকা)। এটি ভারত সহ অন্যান্য অঞ্চলে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
এই ওয়াচে 466×466 পিক্সেল রেজোলিউশন সহ 1.32-ইঞ্চি গোলাকার AMOLED ডিসপ্লে আছে। এই ওয়াচের প্রিমিয়াম ভার্সনে সাফায়র গ্লাস এবং স্ট্যান্ডার্ড মডেলটিতে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট লেপ সহ 2.5D টেম্পারড গ্লাস রয়েছে। হার্ট রেট এবং স্লিপ সাইকেল মনিটরিংয়ের জন্য এতে পাওয়া যাবে বায়োট্র্যাকার 6.0 পিপিজি। অ্যামেজফিট অ্যাক্টিভ 2 ওয়াচ SpO2 লেভেলও মনিটর করে।
এই স্মার্টওয়াচে হাইরক্স রেস এবং স্মার্ট স্ট্রেংথ ট্রেনিং মোড সহ 164টি প্রিসিড ওয়ার্কআউট মোড উপস্থিত। এই ঘড়িতে জেপ কোচ, জেপ অ্যাপ এবং স্ট্রাভা, অ্যাডিডাস, গুগল ফিট এবং অ্যাপল হেলথ সহ বেশ কয়েকটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সমর্থন করে। এতে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে ব্লুটুথ 5.2, পাঁচটি স্যাটেলাইট পজিশনিং সিস্টেম এবং সার্কুলার পোলারাইজড অ্যান্টেনা প্রযুক্তির মতো বিকল্প। এর ব্যাটারি 270mAh, যা সাধারণ ব্যবহারে 10 দিন পর্যন্ত চলে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.