অ্যামাজন সেলে স্মার্টওয়াচে ধামাকা ডিসকাউন্ট! Apple থেকে OnePlus ওয়াচ অবিশ্বাস্য ছাড়ে

অ্যামাজনে শুরু হয়েছে গ্রেট সামার সেল (Amazon Great Summer Sale)। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেটসহ ইলেকট্রনিক্স প্রোডাক্টে মিলছে উল্লেখযোগ্য ছাড়। বিশেষ করে আপনি যদি স্মার্টওয়াচ কিনতে চান তাহলে এই সেলে সেরা সুযোগ রয়েছে। Apple, Samsung, OnePlus ও Amazfit-এর প্রিমিয়াম ঘড়িগুলি সেলে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। নিচে পাঁচটি জনপ্রিয় স্মার্টওয়াচের উপর পাওয়া ডিল সম্পর্কে আলোচনা করা হল।
Apple Watch SE (GPS, 44mm)
অ্যাপল ওয়াচ এসই স্মার্টওয়াচটি এখন সেলে পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৭৪৯ টাকায়। এতে রয়েছে ৪৪ এমএম অ্যালুমিনিয়াম কেস এবং বিল্ট-ইন GPS। স্মার্ট ঘড়িটি ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিং ফিচার সহ এসেছে। এতে ৫০ মিটার পর্যন্ত জলরোধী রেটিং এবং ক্র্যাশ ডিটেকশন সুবিধা পাওয়া যাবে।
Samsung Galaxy Watch 6 Classic (47mm)
মাত্র ১৯,৯৯৯ টাকায় মিলছে স্যামসাংয়ের এই প্রিমিয়াম ঘড়ি। ৪৭ এমএম কেস বিশিষ্ট ঘড়িটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কম্প্যাটিবল। এতে রয়েছে ব্লাড প্রেসার ও ECG মাপার সুবিধা, পাশাপাশি স্টেপ কাউন্টার, স্লিপ ট্র্যাকিংসহ নানা হেলথ ফিচার।
OnePlus Watch 2R
১৪,৯৯৯ টাকার এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১০০টির বেশি স্পোর্টস মোড। এতে ব্লুটুথ কলিং, GPS, ৫ এটিএম রেটিং ও IP68 ওয়াটারপ্রুফ রেটিং এবং প্রায় ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়।
Amazfit T-Rex 3
রাফ অ্যান্ড টাফ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত এই স্মার্টওয়াচটির দাম ১৯,৯৯৯ টাকা। এটি মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। এতে রয়েছে ৪৮ এমএম কেস, অ্যামোলেড ডিসপ্লে, ১০ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স, অফলাইন ম্যাপ ও ১৭০টির বেশি স্পোর্টস মোড। ব্যাটারি ব্যাকআপ প্রায় ২৭ ঘণ্টা।
Amazfit Active
কম দামে ভালো ফিচারের স্মার্টওয়াচ চাইলে ৬,৩০০ টাকার এই ঘড়িটি নিতে পারেন। এতে ৪২ এমএম গোল আকৃতির অ্যামোলেড ডিসপ্লে, ৫ এটিএম রেটিং, বিল্ট-ইন GPS এবং ১৪ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এতে কলিং সুবিধাও রয়েছে।