ভারতের বাজারে নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করল Ambrane। ব্র্যান্ডটির নতুন পাওয়ার ব্যাঙ্কের নাম MiniCharge 2.0। এই পাওয়ার ব্যাঙ্ক হাই পারফরম্যান্স এবং পোর্টেবিলিটির এক অসাধারণ সমন্বয়। এতে ২০০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসা Ambrane MiniCharge 2.0 পাওয়ার ব্যাঙ্কের দাম ১৮৯৯ টাকা। সঙ্গে থাকছে ৬ মাসের ওয়ারেন্টি।
আপনি এটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট এবং অ্যামাজন ইন্ডিয়া থেকেও কিনতে পারেন। আসুন এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Ambrane MiniCharge 2.0 বৈশিষ্ট্য এবং বিশেষ উল্লেখ
অ্যামব্রেনের এই পাওয়ার ব্যাঙ্কে ২০০০০ এমএএইচ ব্যাটারি আছে। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে তিনটি আউটপুট পোর্ট রয়েছে (একটি ইউএসবি-এ এবং দুটি টাইপ সি)। ইউএসবি টাইপ-এ পোর্টটি ২২ ওয়াট চার্জিং সমর্থন করে এবং ইউএসবি টাইপ-সি পোর্টটি ২২ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এদিকে, পাওয়ার ব্যাঙ্কের ইনবিল্ট টাইপ-সি কেবল ২০ ওয়াট আউটপুট দেয়।
আরও পড়ুনঃ কেবল পাঁচটি ধাপে আপনার ফোনকে বানান CCTV, কোনো ক্যামেরা কেনার দরকার নেই
অ্যামব্রেনের মিনিচার্জ ২.০ দুটি কালারে এসেছে : গ্রেডিয়েন্ট নীল এবং টাইটানিয়াম। অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে এই পাওয়ার ব্যাঙ্কটি ডিজাইন করা হয়েছে। বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকায় এটি ভ্রমণকারী এবং হাইকারদের জন্য একটি দুর্দান্ত সঙ্গী। আপনি উঁচু পাহাড়ে থাকুন বা শহরে, সর্বত্র আপনার সঙ্গী হবে এই পাওয়ার ব্যাঙ্ক।
এই পাওয়ার ব্যাঙ্কে এলইডি লাইট দেওয়া হয়েছে। এই লাইট ব্যবহারকারীদের রিয়েল-টাইম চার্জ স্ট্যাটাস দেখাবে। সংস্থাটি দাবি করেছে যে, এই পাওয়ার ব্যাঙ্ক সমস্ত সুরক্ষার স্তর পাশ করেছে, ফলে এর মাধ্যমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে।